নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলতে গিয়ে যখন আমার
চোট লাগতো পায়
বকতো দিদি আচ্ছা করে
দারুণ মমতায়।
লাগিয়ে দিতো ভিক্সটা দলে
আমার ব্যাথাটায়
দিদি আমার গুছিয়ে দিতো
ছোট্ট জীবনটাই।
পড়তে বসলে বুঝিয়ে দিতো
সহজ লাগতো সবই
দিদি আমার ছড়ার পাঠক
ডাকতো আমায় কবি।
সেই দিদিটা সিঁদুর পরে
ছাড়ল যখন ঘর
দু'চোখ বেয়ে ঝর্ণা হলো
আসলো তুফান ঝড়।
দিদির কথা যায় কি ভোলা
আমার বোধের সাথী
তাইতো আমি ছন্দ তালে
দিদির ছবি আঁকি।
উৎসর্গ: দিদি রাজানি মানসি চ্যাটার্জি
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ আর শ্রদ্ধা রইল নূরু ভাই
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬
কাবিল বলেছেন: অনেক ভাল লাগল
আশীর্বাদ রইল আপনার দিদির জন্য।
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯
বাকপ্রবাস বলেছেন: আপনাকে খুব করে ধন্যবাদ কাবিল ভাই
৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার লেখা।
দিদির জন্য শুভ কামনা
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০
বাকপ্রবাস বলেছেন: দিদির কাছে শুভেচ্ছ পৌঁছে দিয়েছি, আপনাকেও অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার দিদিকে স্মরণ
সত্যি অসাধারণ!!
শুভেচ্ছা রইলো
আপনার দিদির জন্য।