নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চির-চেনা শহর আমার সবুজে শ্যামলে
কেমন করে বদলে যায় একটু বৃষ্টি হলে।
হাটু জল ছাড়িয়ে গেছে বুকে জমে পানি
নগর গড়ার নামে কেন বন্যা ডেকে আনি।
যে যেখানে ইচ্ছে মতন করছে দালানকোঠা
ড্রেনেজ এর জায়গাটুকুন লুটে খাচ্ছে গোটা।
কোথায় গেলো নেতারা সব ভাসছে আামার শহর
ভোটের সময় আসলে কেবল উন্নয়নের বহর।
আসুক এবার ভোট চাই হাতে নিলাম ঝাটা
পায়ে নিলাম পুরোনো সেই লং লাষ্টিং বাটা।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৫
বাকপ্রবাস বলেছেন: থেঙকু ভাইযান, একটা চেন্জ করলাম লাইনা
পায়ে নিলাম পুরোনো সেই লং লাষ্টিং বাটা।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার বাড়ি চট্রগ্রাম নাকি?
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪
বাকপ্রবাস বলেছেন: জ্বি স্যার
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভদ্রতাতো ভালই দিলেন!! স্যার?
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন:
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪
বাকপ্রবাস বলেছেন:
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
হোসেন মালিক বলেছেন: এবার আওয়ামী লীগ কেই ভোটটা দিয়েন
জয় বাংলা
মন চাইলে বিএনপিকেও দিতে পারেন
বাংলাদেশ জিন্দাবাদ
১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০০
বাকপ্রবাস বলেছেন: ইচ্ছে করে দুজনকেই দিই, ভোটারতো হইনি জয় জিন্দাবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫
কাবিল বলেছেন: আসুক এবার ভোট চাই হাতে নিলাম ঝাটা
পায়ে নিলাম লং লাষ্টিং রাবার স্যান্ডেল বাটা।
ভাল বলেছেন তো ।