নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাঁটিরে ভাই খাঁটি
আমার দেশের মাটি
বাংলা মায়ের ভাষা
মধুর রসে ঠাসা।
বাংলা মায়ের পাখী
গান শুনেছো নাকি!
নদীর কল তানে
তৃষ্ণা মেটায় প্রাণে।
খাঁটিরে ভাই খাঁটি
অবাক চেয়ে থাকি
বন পাহাড়ের ঢালে
রবির কিরণ খেলে।
রাখাল বাজায় বাঁশী
জোৎস্না মাখে শশী
ষড় ঋতু ঘুরে
আসে চক্রাকারে।
খাঁটিরে ভাই খাঁটি
পলি মাটির ভাটি
আমার দেশের মাটি
সোনার চাইতে খাঁটি।
০৮.০৪.২০১৫/৩.৩০
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৫
বাকপ্রবাস বলেছেন: অন্ধবিন্দু খাটি
খাটিরে ভাই খাটি
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
অন্ধবিন্দু বলেছেন:
খাঁটিরে ভাই খাঁটি, ছড়াটি যে খাঁটি।
তা’রে যতন করে রাখি, কবির মনও মাটি।