নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ গুড়ুম মেঘের ডাক
মাসটা যখন বৈশাখ।
রমনার বটে পড়ল ঢাক
মাসটা যখন বৈশাখ।
হলদে শাড়ীর লালছে পাত
মাসটা যখন বৈশাখ।
হালখাতা আর লাড্ডুর ঝাঁক
মাসটা যখন বৈশাখ।
সেই দিন আর নাইরে ভাই
বৈশাখ এখন যাচ্ছেতায়!
ইলিশ বলে খাসনে থাক
মাসটা যখন বৈশাখ।
হাতকাটা ব্লাউজ চিচিং ফাঁক
মাসটা যখন বৈশাখ।
ঢলাঢলির প্রেমের ঝাঁক
মাসটা যখন বৈশাখ।
বলছি কি তায় চুপসে থাক
নটা নটি উচ্ছন্নে যাক।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪০
বাকপ্রবাস বলেছেন:
২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: উচ্ছেন্নে জাচ্ছেই সব..
কর্পোরেট বানিজ্যে
ছড়া ভাল লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন মনিরা সুলতানা আপু
৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০
শামছুল ইসলাম বলেছেন: ছড়াকারের সচেতনতা,শ্লেষ- ছড়াময় ব্যাপ্ত।
বলছি কি তায় চুপসে থাক
নটা নটি উচ্ছন্নে যাক।
ভাল লেগেছে।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । ছড়ায় মজা লেগেছে ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭
মেঘলা. বলেছেন: হুমমম... ঘটনা সইত্য...