নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- প্রাণে বাজুক বৈশাখের সুর

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১


পান্তা আমার নিত্য দিনের
ইলিশ কোথা পাই
আমার কি আর সাধ্য আছে
হাজার দশেক ভাই!

টিনের চালা ফুটো আমার
সামনে বর্ষাকাল
ধার দেনাতেই বছর শুরু
এমনই কপাল!

বৈশাখ তবু আসুক ঘুরে
প্রাণে লাগুক দোলা
লুঙ্গি খিচে বলি খেলুক
রহিমুদ্দির পোলা।

নগর দোলায় বৈশাখ আসুক
পর্দা ঘেরা সার্কাস
একশ টাকায় টিকেট কিনে
মাস্তি খুঁজুক আক্কাস।

গরুর শিঙ্গে তেল মেখে
গলায় ঝুলুক মালা
জমুক লড়াই মেলার মাঠে
নাইওর আসুক খালা।

বেলুন উড়োক পাঁচ টাকাতে
বাজুক খেলনা বাঁশী
বৈশাখ আনুক সবার মনে
ক্লান্তি ঝরা হাসি।

আমার চালের ফুটোটা তাই
ফুটোই থাকুক ভাই
ধারের টাকাই গেলাম আমি
প্রাণ বৈশাখের মেলায়।

১৪.০৪.২০১৫/০৯.৩০
সব্বাইকে বৈশাখী শুভেচ্ছা - বাকপ্রবাস

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

দৃষ্টিসীমানা বলেছেন: প্রানে বাজে বৈশাখের সুর, আহা ছড়া নয়তো যেন মেলায় ঘুরেই এলাম + + + + ।
শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.