নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- ছিচ কাঁদুনি

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৮



কাঁদতেই আমার ভাল লাগে
সকাল দুপুর তায়
কেঁদে কেঁদে যায়।

সাত সকালে আম্মু বকে
বেলা বয়ে যায়
আমি কেঁদে যাই।

স্কুলে গিয়ে স্যারের পড়া
আর পিটুনি খাই
তাই কেঁদে যাই।

বিকেল হলে খেলার মাঠে
চোট লাগে পা'য়
কেঁদে ফিরি তায়।

ঘুমায় যখন পড়তে বসে
আব্বুর ধমক খাই
কান্না শুধু পায়।

খেতে গিয়ে মাছের মাথা
দিদি যখন পায়
আমার কান্না পায়।

টম জেরীর কার্টুন দেখে
হাসতে যখন যাই!
ভুলে কান্না পায়।

২৩.০৪.২০১৫/০৮.৪০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

ময়না বঙ্গাল বলেছেন: আনন্দতরঙ্গ
উঠে দশ দিকে,
মগ্ন মন প্রাণ
অমৃত-উচ্ছাসে

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: অমৃত কমেন্ট এর জন্য খুবই ধন্যবাদ জানবেন

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮

ভূতের কেচ্ছা বলেছেন: টম জেরীর কার্টুন দেখে
হাসতে যখন যাই!
ভুলে কান্না পায়।

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮

বাকপ্রবাস বলেছেন: বাব্বারে ভূত দেখলেও কান্না পায়

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: ভাইয়া ঘাড়ের ব্যাথার কি খবর???


মট করে উঠে আর??

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা
আছে আছে
গেছে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.