নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- গল্পটা আর লিখা হলোনা / অণুগল্প

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮

বিলাল ভাই এর অণুগল্প গ্রুপে ভূত সপ্তাহ চলছে। সবাই কতো কি লিখছে, হাসির - গা শিউরে উঠার মতো নানান পদের। ফয়সালেরও মনে হলো একটা ভূতের অণুগল্প লিখবে সে।



মধ্যরাত। থমকে আছে ফয়সাল এর কলম, অনেক চেষ্টা করেও কলমটা সামনে আর এগুচ্ছেনা, কিভাবে শুরু করবে কুলিয়ে আনা যাচ্ছেনা, কি লিখবে সেটাও স্থির হয়নি এখনো, বন্ধু সাগর এর ঘটনাটাই হুবুহু লিখে দেয়া চলে তবে সেটা অণুগল্প হবে বলে মনে হয়না, গল্প বলা যেতে পারে, সেই রাতে সাগর এর সাথে ফয়সাল ছিলোনা তবে পরবর্তী ঘটনাগুলোর চাক্ষুষ স্বাক্ষী সে।



কাগজে কলমের নিব বসাতেই মাথার চুলে টান পড়লো পেছন দিক থেকে। সে অনুভব করলো পেছনে চেয়ারে হাত রেখে দাঁড়িয়ে আছে টুম্পা। আবার ভাবলো এতো রাতে টুম্পা জেগে আছে! "কিরে ঘুম আসছেনা?" প্রশ্নটা করবে বলে পেছনে ফিরে তাকায় ফয়সাল।



কেউ নেই, দেয়ালে একটা টিকটিকি কি যেন কি ভেবে ভেবে উপরের দিকে উঠছে আবার থমকে দাঁড়াচ্ছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮

অব্যক্ত স্লোগান বলেছেন: বাহ! :)

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন অব্যক্ত স্লোগান

২| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি ভাল

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৯

বাকপ্রবাস বলেছেন: হুম, আমার নিজের কাছেও খুব একটা ভালো ঠেকেনি, তবুও লিখার চেষ্টা, ধন্যবাদ জানবেন আরণ্যক রাখাল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.