নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনিক কাব্য

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০



১.

ক্রিকেট খেলা দেখাইয়া

ভোট নিল কাড়িয়া

কেন্দ্র দখল এজেন্ট নাই

নির্বাচন বর্জন তাই।



২.

ভোট দিলো পোলাপান

ভোটার হয়নি তবু

জাল ভোটের মহড়ায়

ব্যালট বাকস উবু।



৩.

ঘরে বসে ভোট দেবেন

সিস্টেম করা আছে

কেন্দ্রে গিয়ে কাজ হবেনা

ছাত্রলীগ নাচে।



৪.

ডিজিটাল ভোট ভাইরে

ডিজিটাল ভোট

লুংগি খিইচ্ছা দিলাম দৌড়

কেন্দ্র যখন লুট।



৫.

চেয়ার মার্কায় দাঁড়ায়নি কেউ

চেয়ার তবু উড়ে

অবাক কান্ড দেখে এলাম

ভোট কেন্দ্র জুড়ে।



৬.

খাইয়া আর কাম নাই

ভোট কেন্দ্রে যায়

টিসুম টিসুম যুদ্ধ চলে

বুবুর ইশারায়।



৭.

নির্বাচন কারে কয়

বুঝলাম এতো দিনে

ব্যালট বাকস কুত কুত খেলে

ভোট দেয় জিনে।



৮.

ভোটের খেলায় ঝড় ছিলো

কে জিতে কে হারে!

খেলার আগেই ফলাফল

কেন্দ্র দখল করে।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কাবিল বলেছেন: জোস হইছে
কাব্য, ছবি সব মিলিয়ে পারফেক্ট।






লুংগি খিইচ্ছা দিলাম দৌড় =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান, একটু ডরে ডরে পোষ্ট করি, না জানি আবার মাইন্ড খায় কেউ কেউ, ঘটনা যে হাচা সেইটা বুঝলেই হইল

২| ০১ লা মে, ২০১৫ বিকাল ৫:০৬

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: অসাধারন !

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.