নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুদের দল নেই, নেই দলাদলি
শিশুদের বল নেই, নেই ঠেলাঠেলি
শিশুদের পাপ নেই, নিষ্পাপ নিষ্পাপ
শিশুদের লোভ নেই, নেই দৌঁড়ঝাপ।
শিশুদের আকাশে, তারা মিটিমিটি
ফুল আর পাখীদের, চলে লুটোলুটি।
শিশুদের অযথা, নেই কানাকানি
শিশুদের নেই লোভ, নেই হানাহানি।
শিশুরা চায় শুধু, ফুল হয়ে ফুটতে
শিশুরা চায় শুধু, হেসে খেলে থাকতে
শিশুরা জানেনা, লোভ আর লালসা
শিশুদের নেই তায়, অযথা হতাশা।
বড়রা যখন আর, শিশু হয়ে থাকেনা
শিশুদের কথা আর ,মনে কেন রাখেনা!
বড় যদি হতে চাও, শিশু হও তবে
স্বর্গটা পৃথিবীতে, জেচে ধরা দেবে।
০২.০৫.২০১৫/১৫.৪০
০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
বাকপ্রবাস বলেছেন:
২| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
হাসান মাহবুব বলেছেন: +++
০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
চবই ভালো ছিল যদি ট্রেন স্টেশনে ঘুমাতে না হতো।