নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবা নিশী করি ভজন
বসে আছে মহাজন
সব দায় আমার গুরু
শেভিং ক্রীমে দন্ত মজন।
পান থেকে চুন খসলে পরে
এক ঠেলাতে দুযোখ পাঠায়
তোমার নামে চাঁদাবাজি
মোড়ে মোড়ে মাজার বানায়।
আমি অধম পাপী বান্দা
বেহেস্ত লোভে মজি নাই
তোমার গুণে মুগ্ধ হয়ে
পাঁচ বেলাতে সিজদা তায়।
খুঁটি ছাড়া দাওনা সাড়া
আসল খুঁটি কোথা পায়
কথায় কথায় ভন্ড পীরে
দোজখ যাবার ভয় দেখায়।
ক্ষমা কর অভাজন
পাপ পূণ্যের নাই ওজন
হেলায় ধূলায় জীবন পার
করি দিন গুজারন।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১:২১
বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ কোট করে কমেন্ট করার জন্য, পাঠক এর ভাল লাগা লিখার জন্য উৎসাহদায়ক
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০
কাবিল বলেছেন: অনেক অনেক ভাল হয়েছে প্রার্থনা।
দুটো বিষয় আমার কাছে খুব ভাল লেগেছে,
১ম
তোমার নামে চাঁদাবাজি
মোড়ে মোড়ে মাজার বানায়।
অনেক জায়গায় মাজার বানিয়ে বলতে গেলে একরকম রমরমা ব্যাবসাই চলছে।
২য়
আমি অধম পাপী বান্দা
বেহেস্ত লোভে মজি নাই
তোমার গুণে মুগ্ধ হয়ে
পাঁচ বেলাতে সিজদা তায়।
আমরা বেশির ভাগই প্রার্থনা করি কিছু পাওয়ার আশায়। সেটাও আবার বিপদে পরলেই বেশি করি। বিপদ উদ্ধার হলে আর মনে থাকেনা, কিন্তু সৃষ্টিকর্তার গুনের প্রশংসা আমরা কয়জন করি?