| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
 
খোদা তুমি দয়ার সাগর সাগরে তাই ভাসি
জন্ম মোদের আজন্ম পাপ কান্না মোদের হাসি। 
তোমার ধর্মে দীক্ষা নিয়ে হলাম মাটি হারা 
মঘের মুল্লুক দুনিয়া আজ মুমিন ঈমান ছাড়া। 
মৃত্যুর বোঝা কাঁধে নিয়ে দিলাম সাগর পাড়ি
মরনতো আর দেয়না ধরা হাড় যায় চামড়া ছাড়ি।
তোমার সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানব বানালে তুমি 
জনে জনে ধর্ম দিলে কাড়লে আমার ভুমি।
এক সাগর নোনা জল তবু ছিলোনা অধীকার
মাটি গেল জলও গেল স্বাধ নেই আর বাঁচিবার।
অসীম তোমার দুনিয়া দারী লোভ নাই আর তাতে
সাড়ে তিন হাত মিলে যদি চাইনা ডালে ভাতে। 
দিবি নাকি তুই মৃত্যুর স্বাদ সেটাই চাওয়া শেষে
ঈমাণ হারা হইনি তবু তোকে ভালোবেসে।
১৬.০৫.২০১৫/১৫.১০
২| 
১৬ ই মে, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
বেসিক আলী বলেছেন: জাতীসংঘ, ও অনন্য মানবতাবাদী গ্রুফগুলোর মানবতাবাদ এখন কোথায়?
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানে এডের থাকার ব্যবস্হা করা দরকার।