নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- ঘানি

২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

চাকরীটা নড়বড়ে এই বুঝি পড়ছি ঝরে
প্রমোশন নেই, নেই কোন ইনক্রিম্যান্ট
পিয়নও দেখি ধমকায় গলা উঁচু করে
দুশ্চিন্তায় লুস হয়ে যাচ্ছে শার্ট-প্যান্ট।

উপায়তো নাই কোন টাক মাথায় ভাংবো বেল
মারো তেল, মারো তেল, মারো তেল।

ঘরে যখন গিন্নী হাঁকে, এটা চাই ওটা চাই
মাথাটা ঝিম ঘূর্ণী মারে যোগান রেখার টানে
দেবো দিচ্ছি করে যাচ্ছি টাকা কোথা পাই!
এটা-কি আর বেঁচে থাকা, নাই জীবনরে মানে।

উপায়তো নাই কোন চলবে টানাটানি
টানো ঘানি, টানো ঘানি, টানো ঘানি।

কতো স্বপ্ন দেখে বুনে, জীবনের শুরু
মাঝপথে এসে তরী হারায় দিকপাল
জীবন যৌবন কুচকে হয়ে আছে বুড়ু
তেতো স্বাদ সবই মিষ্টি টক ঝাল।

উপায়তো নাই কোন নতুন করে আবার
কেবল আঁধার, কেবল আঁধার, কেবল আঁধার।

২২.০৫.২০১৫/১৩.৪০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ৮:২৪

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর, আপনার ন্যয় বাংলাদেশে অধিকাংশ চাকুরিজীবির মনে হয় একই দশা।

২২ শে মে, ২০১৫ রাত ১০:৪১

বাকপ্রবাস বলেছেন: হুম.................যদিও আমি বিদেশ আছি, বাংলাদেশী বস, তাই ঢেকি একটাই

২| ২৪ শে মে, ২০১৫ দুপুর ২:৫৪

শামছুল ইসলাম বলেছেন: লাইন গুলো মনে দাগ কেঁটেছে:
"চাকরীটা নড়বড়ে এই বুঝি পড়ছি ঝরে
প্রমোশন নেই, নেই কোন ইনক্রিম্যান্ট
পিয়নও দেখি ধমকায় গলা উঁচু করে
দুশ্চিন্তায় লুস হয়ে যাচ্ছে শার্ট-প্যান্ট।"

২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:১৩

বাকপ্রবাস বলেছেন: হুম, ধন্যবাদ জানবেন শামছুল ইসলাম ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.