| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বউ রাঁধে
আমেও রাঁধি
কেউ খায়না কারো রান্না
নিরব এক শুষ্ক কান্না।
বউ কাঁদে
আমিও কাঁদি
কেউ দেখেনা কারো কান্না
কেউ বলেনা আর না।
বউ হাসে 
আমিও হাসি
লাগলে হাসি আর থামেনা
ভালো বাসি কেউ বলেনা।
বউ দেশে
আমি প্রবাসে
স্বপ্ন গুলো আর নামেনা
অযথা তাই স্বপ্ন বাড়াইনা।
 
৩০ শে মে, ২০১৫  রাত ২:০০
বাকপ্রবাস বলেছেন: দেশেও হেই কামডা হইলে লানত এর শেষ থাকবেন 
 
২| 
২৯ শে মে, ২০১৫  রাত ১০:৩৩
ব্লগার মাসুদ বলেছেন: দারুন লেখেছেন ভাইয়া ।
 
৩০ শে মে, ২০১৫  রাত ২:০০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ লইবেন
৩| 
৩০ শে মে, ২০১৫  সকাল ৭:৫৫
শামছুল ইসলাম বলেছেন: প্রবাস জীবনের না পাওয়ার ব্যথা।
ভাল লেগেছে কবিতা, খারাপ লাগছে আপনার জন্য।
//বউ দেশে
আমি প্রবাসে
স্বপ্ন গুলো আর নামেনা
অযথা তাই স্বপ্ন বাড়াইনা।//
ভাল থাকুন,  তবুও স্বপ্ন দেখুন।
 
৩০ শে মে, ২০১৫  দুপুর ১২:১২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫  রাত ১০:১৫
কালের সময় বলেছেন: সুন্দর লাগলো কবিতা ।আর যদি পারেন বিদেশে কন্ট্রাকে আরেকটি বউ বানিয়ে নিন ।