নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি হলে আসর জমে
বাসর জমে জনে জনে
মেট্রো শহরে রাত আধাঁরে
জমে উঠে পুরো দমে।
দিনের আলোয় যায়না বুঝা
কোনটা আসল কোনটা খোজা
মুখোষ পরে আছে বসে
মানুষ বুঝা নয়তো সোজা।
মেট্রো শহর রূপ মহলে
বদলায় রূপ সন্ধ্যা হলে
নর নারী ভেদ ভুলে যায়
বরফ কুচির কড়া জলে।
মেট্রো শহর দিনে অন্ধ
জায়না বুঝা ভালো মন্দ
রাত্রি হলেই আসল রূপে
ফোটে সে ছড়ায় গন্ধ।
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:১৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ভাইযান
২| ১৫ ই জুন, ২০১৫ রাত ৩:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন
১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল ভাইযান
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫০
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।