নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহর আজব শহর হয়ে উঠে বর্ষায়
কেহ ভাসে নৌকাতে আর কেহ আবার রিকশায়।
ডিজিটাল যুগ ভাইরে তাইরে নাইরে ডিজিটাল যুগ
ইজিতাল ছন্দে আহ্ কি আনন্দে ভাসে দূর্ভোগ।
গিন্নী গাল ফুলে বেনীটা হাফ ঝুলে বাজারে
জল মল কোমরে মারে ঢেউ সজোরে বাহারে!
অপিষটা লেট করে ঢুকি মাথা হেঁট করে হায়!
স্কুল গেট ধরে ছেলেটা জেদ করে ভিজতে চায়।
বর্ষায় ঢাকা তাই রূপটা বদলে যায় চেনা দায়
বলি যতো হায় হায় কিংবা দূরছাই শুনার লোক নাই।
আমরাইতো গড়ি নগর ভগর ভগর অনিয়ম
বর্ষায় ঢাকা তায় বদলে হয়ে যায় আজব এক যম।
২০ শে জুন, ২০১৫ ভোর ৪:১২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫২
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: চরম।