নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচল পয়সা গুলো ছিলো খেলার সাথী
দেশ ভাগের পর যার কোন মূল্য ছিলনা
ঝপাস করে বিছানায় ফেলে দিবারাতি
ঝনঝন শব্দ গুলো যেন এক সূর মূর্ছনা।
পয়সাগুলো আজও আছে আলমারীর কোনটায়
এটা সেটা শার্ট স্যুট খুঁজতে গেলে দেয় ধরা
হাতে নিয়ে ছুঁয়ে দেখতে দেখতে গভীর শূন্যতায়
ছেলে বেলার সেই দিনগুলোতে আজ মড়ক ক্ষরা।
কতো কি মনে পড়ে যায় রাখলে কিবোর্ডে হাত
স্মৃতিরা সব ভীড় করে বাজায় তীর ভাঙ্গার বীণ
কতো দিন চলে যায় সাদামাটা কতো নির্ঘুম রাত
ভুলতে ভুলতে মনে পড়ে আজ মিরু'র জন্মদিন।
©somewhere in net ltd.