| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাইলেই ছাড়তে পারি গ্লাসটা
টুক করে পড়ে গিয়ে টুকরো
চাইলেই শেষ হয়না মাসটা 
রাতটা শেষ হলেই শুক্র। 
ঘুরে ফিরে শুনছি সেই গানটা
শেষ মানেই ঘুরে আবার শুরু
সুতোয় পড়ে যখন টানটা
ঘুড়িটা কুচকায় তার ভুরু। 
সেই কবে মিলিয়ে গেছে বোধটা
ধরে হাত ছেড়ে ছিল ভীরু
সন্ধ্যায় মিলিয়ে গেলে রোদটা
চুপি চুপি ঘুরে যায় মিরু।
 
২৭ শে জুন, ২০১৫  রাত ১১:০৪
বাকপ্রবাস বলেছেন: 
  
  ![]()
২| 
২৭ শে জুন, ২০১৫  রাত ১১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: ভালোই
 
২৮ শে জুন, ২০১৫  রাত ১২:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
কাবিল বলেছেন: ভাল হইছে, ভাল লাগলো।