নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদেলা তুই মেঘলা দিনের সাথী
কিংবা যখন ঘুম আসেনা রাতি।
ঘুম ঘুম চোখে লেপ মুড়ি দিয়ে ভাবি
সব্বাই চমকে দিয়ে আমার সাথেই যাবি।
রোদেলা তুই গুন গুন গুন গানে
খোপার ক্লিপ খুলবি যখন স্নানে।
জানলার ওপাশ ডালিম গাছের ফুলে
ভাবনার জালে আমাকেই নিবি গুলে।
রোদেলা তুই লোড শেডিং এর রাতে
পড়তে বসে মন থাকবেনা তোর সাথে।
মোমের আলোয় নিবি একচোট হেসে
লিখবি চিঠি আমায় ভালোবেসে।
রোদেলা তোর চিঠিটা ডাক বাকসে
হয়নি জমা খাচ্ছে কোথায় ঘুরপাক সে।
বইয়ের ভাঁজে লেপ্টে আছে নাকি
আমি সেই চিঠির অপেক্ষাতেই থাকি।
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
২| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৩
তীর্থক বলেছেন: ভাল হয়েছে
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল খুব করে
৩| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর কবিতা +++
আচ্ছা এই রোদেলা কি আমাদের সামু ব্লগের রোদেলা?
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা না, আমি কবিতায় মিরু শব্দটা বেশী ব্যাবহার করি, তাই কেউ কেই ফান করে, এবার ভাবলাম অন্য নাম ব্যাবহার করি, সেই সূত্রে রোদেলা আসল, সামু ব্লগের রোদেলা আপু নিশ্চয় নয়, ধন্যবাদ জনাবেন কিন্তু
৪| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০০
লালপরী বলেছেন: সুন্দর
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
৫| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০২
কাবিল বলেছেন: কবিতা সুন্দর হইছে, ভাল লাগলো।
ভাল থাকুন সব সময়।
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৩
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা । ভাল লেগেছে ।