নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগের মাথায় ভাবল বাঘ ধরলে এবার ছাড়ছিনা
কিছু একটা না করলে রাগ কমাতে পারছিনা।
ঘাড়টা ধরে মটকে দেব আসুক এবার দেখি
কাজ হবেনা কান্না কাটি জানি সবই মেকি।
আনলো খবর শেয়াল মশায় শুনছো নাকি মামা
রাজা তোমায় মানবেনা কেউ চলছে শপথ নামা।
আসার পথে দেখে এলাম অশথ গাছের তলে
চলছে মিটিং সিটিং সবাই আসছে দলে দলে।
এমন কথা শুনলে কি আর যায় কি থাকা ঘুমে
হুংকারে তাই উঠল কেঁপে সারা বনের কোনে।
ছুটলো সবাই যে যার মতো হাতে নিয়ে প্রাণটা
জানা সবার কার কথায় হয়েছে ভারী কানা।
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ঈদমোবারক
২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০
নুর ইসলাম রফিক বলেছেন: জানা সবার কার কথায় হয়েছে ভারী কানট ।
অনেক মজাদার,আমার ছেলেটা শুনলে অনেক মজা পাবে,খুসিও হবে অনেক।
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: পিচ্চিকে অনেক অনেক আদর রইল এবং ঈদমোবারক
৩| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮
কাবিল বলেছেন: দারুন।
সুন্দর হইছে, ভাল লাগল।
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু ঈদমোবারক
৪| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শিশুতোষ ছড়ায় +++
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৪
বাকপ্রবাস বলেছেন: +++++++++++++ঈদমোবারক
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪
বিষের বাঁশী বলেছেন: চমৎকার ছড়া!