নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজন গেছে চাঁদের দেশে আসবেনা আর জানি
বলবেনা আর বাঁচার তেষ্টায় দাওনা একটু পানি।
বাবার যেদিন আয় রোজগার নেই, সে যাবেনা কাজে
মায়ের চোখে জল গড়াবে সকাল দুপুর সাঁঝে।
রাজন গেছে আসবেনা আর এমন মরার দেশে
যে দেশেতে শিশু মেরে খুনি মরে হেসে।
যে দেশেতে নাইকো বিচার জালিম জাহান্নামির
যে দেশেতে খুনি রাজা খুনি সবার আমির।
রাজন গেছে সঙ্গে গেছে মানবতার বাণী
দু'চারটা দিন লিখালিখি আর চলবে কপচানি।
মেঘের কথা মনে আছে? সে'তো আছে বেঁচে
দেখি সবাই বলুন দেখি সত্যিই মনে আছে?
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক
২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯
মামু১৩ বলেছেন: ১।কথিত চুরির অপরাধে পিটিয়ে হত্যা।আমিও লজ্জিত।
২। ১৪০০০ কোটি টাকা ব্যাঙ্ক থেকে মেরে দিয়েও ওরা চোর না। পিটানো তো দুরের কথা, ওদের কথা ভেবে আমি লজ্জিত হই না। ওদের সাথে ছবি /ভিডিও তুলতে পারলে প্রচার করে নিজের আখের গুছানো সহজ হতো, লজ্জিত না হয়ে গর্বিত হতাম।
৩। চুরি ডাকাতি না, শুধুমাত্র লেখার কারণে কুপিয়ে হত্যা করে দিনে দুপুরে রাস্তায় ফেলে রাখা হয়, আমি তাকিয়ে তাকিয়ে দেখি। রাস্তায় ছিটকে পরা মগজ দেখেও আমি ততটা লজ্জিত হই না, ক্ষুদ্ধ হই না।
আচ্ছা, আমি একাই কি এরকম? নাকি আমরা বেশীর ভাগই এরকম? কেন আমরা এরকম?
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৫
বাকপ্রবাস বলেছেন: নির্বাক থাকলাম এবং ঈদমোবারক
৩| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০
কাবিল বলেছেন: খুব কষ্ট পেয়েছি ভাই।
যেখানেই পড়ছি চোখে জল চলে আসছে।
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৬
বাকপ্রবাস বলেছেন: এসব পড়তে এবং ভিডিও দেখলে আমার ঘুম হয়না তাই ভালো করে পড়া এবং দেখা কোনটাই হয়নি, ঈদমোবারক জানবেন
৪| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: স্তব্ধ করে দেয়া ঘটনা, আমি ঐ ভিডিও দেখার সাহস পাই নাই, শুধু দুটো নিউজ পোর্টালের নিউজ হতেই যা বুঝার বুঝে গেছি। তবে শিশুর প্রতি সহিংসতা কিন্তু আমাদের সমাজের অনেক পুরানো গোপন ব্যাধি। একটু খোঁজ নিলেই চারিদিকে দেখতে পাবেন।
১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৬
বাকপ্রবাস বলেছেন: সব পড়তে এবং ভিডিও দেখলে আমার ঘুম হয়না তাই ভালো করে পড়া এবং দেখা কোনটাই হয়নি, ঈদমোবারক জানবেন
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫
নুর ইসলাম রফিক বলেছেন: না নেই ভাই