নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- কন্যার বাবা

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৩



কন্যার বাবা ঘামে, হাজার বরযাত্রী
যৌতুকের নামে, আসবাব সামগ্রী।
কন্যার কথা ভেবে, কিনতে হবে সুখ
নইলে সম্মান যাবে, দেখবেনা কেউ মুখ।

দুইদিন না যেতে, আসে ঈদের বার্তা
এবার দিতে হবে, পাঞ্জাবী আর কোর্তা।
নয়কো বর একা, আছে মা খালা
তাদের শাড়ী হলে, বাবা চাচার পালা।

এবার বুঝি রক্ষে, কন্যার বাবা ভাবে
ধারের টাকাটা, শোধ হবে কিভাবে!
ভাবতে ভাবতে উঠে, কোরবানীর চাঁদ
জামা'ই পাঠায় সালাম, গরু নেবার ফাঁদ।

কন্যার বাবা তবু, হাসি মুখ করে
ছাগলের দিকে চেয়ে, গরুটায় ধরে।
ঈদ কোরবান বিয়ে, ধর্ম মতেই হয়
কন্যার বাবার কাছে, সবই বিষাদময়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪১

সাদিকনাফ বলেছেন: সত্য কথা...।

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৭

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ঈদমোবারক

২| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

সুদিন বলেছেন: ধন্যবাদ- আপনার লেখা ভালো লাগলো।
কিন্তু একটু অন্যরকম ভাবুন তো- মানে উল্টোটা। আমরা তো প্রতিনিয়ত দেখে আসছি আমাদের দেশের সমাজের যৌতুক বা এইরকম আচরণ শুধু ছেলেদের পক্ষ থেকে করা হয়- আমাদের সমাজে কি উল্টো চিত্রটাও কি খুব কম। আর ঈদ উপলক্ষে একটা পুরুষের কি অবস্থা হয় সেটা একটু ভাবুন।

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৮

বাকপ্রবাস বলেছেন: ঈদটা যাক তারপর ভাবা যাবে, এখন ঈদমোবারক জানবেন

৩| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৮

বাকপ্রবাস বলেছেন: ঈদমোবারক জানবেন

৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৪

শায়মা বলেছেন: কন্যার বাবার এত বিপদ!!!

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৮

বাকপ্রবাস বলেছেন: হুমমমমম আমাদের চট্রগ্রামে বেশী, ঈদমোবারক জানবেন

৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫

আমি স্বর্নলতা বলেছেন: একদম সত্য কথা।

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক

৬| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮

কাবিল বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগল।

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৯

বাকপ্রবাস বলেছেন: ঈদমোবারক জানবেন

৭| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর কবিতা।
"নয়'তো বর একা" লাইনটায় নয়কো শব্দটা বেশী মানানসই হয়, ভেবে দেখবেন।

ভালো থাকুন, শুভকামনা।

১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫০

বাকপ্রবাস বলেছেন: :#) ঠিক আছে এবং ঈদমোবারক জানবেন

৮| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশে এখনও এই বর্বর প্রথাটা টিকে আছে দেখে লজ্জা পাই।
ছড়াটা সুন্দর

১৮ ই জুলাই, ২০১৫ রাত ১:১৮

বাকপ্রবাস বলেছেন: চট্রগ্রামে খুব বেশী, ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.