| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ঈদ মানেইতো ফিরনি সেমাই
কোনটা খাবে সেই তর্ক
ঈদ মানেইতো সুঁই শেলাই
জোড়া লাগার সম্পর্ক।
ঈদ মানেইতো টক ঝালে
মিলে মিশে মিষ্টি হয়
ঈদ মানেইতো টুম্পার গালে
মেক-আপের বন্যা বয়। 
ঈদ মানেইতো সালাম শেষে
কচ কচে নোট সেলামীর
ঈদ মানেইতো ভালোবেসে
স্বপ্ন দেখার আগামীর। । 
ঈদ মানেইতো সাদা কালো 
ধনী গরিব নাই তুলনা
ঈদ মানে তাই ভ্রাতৃত্বের আলো 
জাগিয়ে দিতে কেউ ভুলনা।
 
১৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:৪৪
বাকপ্রবাস বলেছেন: ঈদ মোবারাক ![]()
২| 
১৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন: 
" ঈদ মানেইতো সাদা কালো
ধনী গরিব নাই তুলনা
ঈদ মানে তাই ভ্রাতৃত্বের আলো
জাগিয়ে দিতে কেউ ভুলনা।   "
ঈদ ধনী ও গরীবের দরত্ব ঘুছাতে পারবে না; ষোর জন্য দরকার অর্থনৈতিক প্ল্যান
 
১৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:৪৪
বাকপ্রবাস বলেছেন: স্বপ্ন দেখতে দোষ কি?
প্ল্যানারদের হবে হোশ কি?
ঈদ মোবারাক
৩| 
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৭
সুমন কর বলেছেন: ঈদ মোবারাক !  ![]()
 
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০২
বাকপ্রবাস বলেছেন: ঈদ মোবারাক
৪| 
১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
 
২০ শে জুলাই, ২০১৫  রাত ৩:৪৫
বাকপ্রবাস বলেছেন: প্রামািনক ভাই, অনেক অনেক শ্রদ্ধা এবং ঈদ এর শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:০০
কাবিল বলেছেন: ঈদের ছড়া। সুন্দর হইছে, ভাল লাগল।
ঈদ মোবারাক।