নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- তুমি বললে হ্যালো

১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭



তুমি বললে হ্যালো মন ভালো হয়ে গেলো
মেঘ জমেছিল যা দূরে চলে গেলো।
তুমি বললে হ্যালো কবে আসবে বলো?
চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।

"তোমার আছে বায়না চিরুনি লিপস্টিক আয়না
খেলনার উড়োজাহাজ আর কিছুই চাইনা"
তুমি বললে হ্যালো কবে কিনে দেবে বলো?
কিনে দেবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।

তুমি বললে হ্যালো তাই মন ভালো হয়ে গেলো
সবই দেব আর কি চাই দেখি বলো বলো বলো।
" লাগবেনা কিছুই আর তুমি আসলেই হলো"
চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:

৪০/৫০ লাখ বাংগালীর এ অবস্হা।

ঈদদের শুভেচ্ছা, ছোটমনি ও পরিবারের জন্য

২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও ঈদ মোবারক

২| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

কাবিল বলেছেন: এত সুন্দর মামনির সাথে কি আর মিথ্যে বলা যায়।



সবে মাত্র কথা শিখছে, ওর আম্মু ফোনটা যখন ওর কাছে ধরে শুধু এইটুকুই শুনতে পাই-------
বাবা আতো - বাবা আতো - বাবা আতো----------


আপনার পরিবারের সকলকেই ঈদ মোবারক

২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪২

বাকপ্রবাস বলেছেন: হুম প্রবাসীদে এটা একটা অন্যতম আবেগের বিষয়, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, ঈদ মোবারক জানবেন

৩| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: কাবিল বলেছেন: এত সুন্দর মামনির সাথে কি আর মিথ্যে বলা যায়।

ঈদের শুভেচ্ছা।

২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: ঈদ মোবারক জানবেন সুমন কর ভাই

৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "লাগবেনা কিছুই আর তুমি আসলেই হলো" । এত সুন্দর মামনীর জন্য সত্যিই খারাপ লাগলো । ও যেন বাবাকে তাড়াতাড়ি কাছে পায়; এই কামনা রইলো ।

২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪৪

বাকপ্রবাস বলেছেন: হুম, সাইকেল কিনে দেবার আবাদার করেছে.........ধন্যবাদ এবং ঈদ মোবারক জানবেন ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.