নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম প্রেমের প্রথম শরীর প্রথম বিয়ের আগে
কেউ জানেনা কতটা প্রেম গেছে কার ভাগে।
এটাই তাদের সভ্য রীতি পশ্চিমের সংসার
শুরুর আগেই শেষ তবু বোঝাপড়া দরকার।
ভাবতে ভাবতে টলছে বুড়ো গ্লাসে বরফকুচি
ভদকায় রঙ্গিন দিন দুনিয়া ভদকায় বাড়ে রুচি।
দশ বছরের দাম্পত্য জীবন ভেঙ্গে গেছে তার
টলতে টলতে ভাবছে বুড়ো সংসারটা দরকার।
একেই বলে আধুনিক জীবন আধুনিক বিশ্ব
পশ্চিম মানে মাস্তি জীবন পশ্চিম মানে নিঃস্ব।
চেরাগের নিচে আঁধার থাকে যদিও ছড়ায় আলো
সংসার না থাকলে সমাজ টেকেনা জেনে রাখা ভালো।
২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন নুর ইসলাম রফিক ভাই
২| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ কিন্তু ভালো লাগলো
শুভেচ্ছা রইল বাকপ্রবাস
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩২
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং ঈদ(লেইট) মোবারক
৩| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২
কাবিল বলেছেন:
একেই বলে আধুনিক জীবন আধুনিক বিশ্ব
পশ্চিম মানে মাস্তি জীবন পশ্চিম মানে নিঃস্ব।
চেরাগের নিচে আঁধার থাকে যদিও ছড়ায় আলো
সংসার না থাকলে সমাজ টেকেনা জেনে রাখা ভালো।
ভাল বলেছেন, ভাল লাগা রইল।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: চেরাগের নিচে আঁধার থাকে যদিও ছড়ায় আলো
সংসার না থাকলে সমাজ টেকেনা জেনে রাখা ভালো।
কথাগুলি সবারি জানা তবুও হয়না মানা।
অনেক সুদর করে তুলে ধরেছেন কঠিন বাস্তবতাটাকে।