নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- বেড়ে উঠা

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২২



চাইছি তুমি শিশু থাকো জানি হবার নয়
একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।

মন যে আমার আকুল হয় বাবা ডাক শুনে
কবে হবে দেখা আবার যাচ্ছি দিন গুনে।

হয়তো তুমি রেগে আছো সবার মতো নয়
সবাই যখন বাবা ডাকে তোমারো ইচ্ছে হয়।

এইতো আমি ছুটি পেলে মাস ছয় পরে
দেখে নিও চমকে দেব আসব যখন ঘরে।

তোমার যত খেলনার বায়না কিনে রাখা আছে
ছুটি পেলেই উড়ে যাবো শোনামনির কাছে।

চাইছি তুমি শিশুই থাকো জানি হবার নয়
একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৩

মুরাদ খান বলেছেন: মাশাআল্লাহ দুটোই খুব সুন্দর

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন

২| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল্ ।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন

৩| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ অনেক কষ্ট!!!!

বেশ ক.মাস দূরে ছিলাম তাতেই বুঝেছি... আধো আধো বোলে যখন খুঝতো... মনে হতো ধরনী তুমি এত নিষ্ঠুর কেন???

আপনাদের বিরহের দিন দ্রুতই শেষ হোক.... খেলনার চেয়ে আস্ত বাবাটাই যে অনেক বড় খেলনা হৃদয়ের মাঝারে-- তাতো অবুঝ ঐ সন্তানই কেবল অনুভব করে।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: হুম আমরা বছরকে বছর দূর থাকি, খুবই ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.