নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- সংসদিয় গণতন্ত্র (প্রেক্ষিত বাংলাদেশ)

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

তোমরা যাকে বৃষ্টি বল
আমরা বলি রোদ
তোমরা যাকে ধার বল
আমরা বলি শোধ।

তোমরা যাকে বর বল
আমরা বলি কনে
তোমরা যেটা ভুলে থাকো
আমরা রাখি মনে।

তোমরা যাকে হা বল
আমরা বলি না
তোমরা যখন আলিফ বল
আমরা বলি বা।

তোমরা যাকে আলো বল
আমরা বলি কালো
তোমরা যাকে মন্দ বল
আমরা বলি ভালো।

তোমরা যখন নষ্ট কর
আমরা পাই কষ্ট
তোমরা যখন সঠিক পথে
আমরা পথ ভ্রষ্ট।

তোমরা যখন ডানে যাও
আমরা যাই বামে
উল্টো পথে আমরা দু'জন
সকল কাজে কামে।

একটা ব্যাপার ভীষণ মিল
তোমার এবং আামার
গদি পেলে আমরা দু'জন
দেশটা করি সাবার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

কাবিল বলেছেন: বাহ দারুন হইছে, ভাল লাগল।

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল

২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০০

রক্ত পলাশী বলেছেন: ;)

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

৩| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: এরা দেখি উল্টা বুড়া কিংবা উল্টা বুড়োর গল্প ভাইয়া!!!!!!!!

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: মনে যা আসে লিখি অপিস কাজের ফাঁকে..............মজা লাগে ফান করে লিখতে এই আর কি, ধন্যবাদ রইল এমন অখাদ্য পড়ার জন্য

৪| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬

লেখোয়াড়. বলেছেন:
ভালতো।

উল্টা আর শুল্টা। মিল মিল।

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

বাকপ্রবাস বলেছেন: হা হা লেখোয়াড় খুব করে ধন্যবাদ জানবেন

৫| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ লইবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.