![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিমছাম গুছগাছ প্রিয় তোমার জানি
আমার চলে আগোছালো চরম পাগলামি।
তোমার আমার মিল হবেনা হয়নিতো আর
অমিলটাই মিল হয়েছে কেই পাইনি পার।
তোমার ঘরে আমার বাস আমার ঘরে তুমি
ঝগড়াঝাটি লেগে আছে নেই চুমা চুমি।
কেউ দেখছিনা কারো মুখ করছি দূর দূর দূর
কেউ শুনছিনা কারো বুক কাঁপছে ধূর ধূর ধূর।
কেউ পারছিনা থাকতে একা এতো কিছু পর
বলছি মুখে পারছিনা আর পারলে এবার মর।
অভাব আছে অনটন আছে, আছে নেই আর নেই
আমরা দু'জন ছাড়া হলে হারাচ্ছি তবু খেই।
©somewhere in net ltd.