নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজার থেকে কিনেছিলাম ইঁদুর মারার বিষ
চেটেপুটে খেয়ে সাবার পারলে আরো দিস।
একটু মাথা ঘুরে আর ঝাপসা একটু দৃষ্টি
খেতে ভীষণ মজা আহা টক ঝাল মিষ্টি।
ভেবেচিন্তে আনালাম এবার ছোট্ট একটা বিলাই
বয়েস কম তাই তারে দিনে রাতে খিলাই।
দু'দিনেই নাদুস নাদুস হল মোটা তাজা
রাখছেনা আর হাড়ি পাতিল পেলে মাছ ভাজা।
ভাবি তবু সহ্য করি মরলে ইঁদুর আচ্ছা
বিড়াল এবার ছানা দিল ফুটফুটে বাচ্চা।
সারা ঘরে মিয়াও মিয়াও খাটের নিচে দেখি
বাচ্চাগুলো ইচ্ছে মতন রাখল করে একি!
ইঁদুর কোথায় দেখছিনা আর বাঁচা গেল তবে
গ্রীষ্ম গেল বর্ষা গেল শীত আসল সবে।
লেপ তোষক রোদে দেব আলমারিটা খুলি
কেটে কুটে করল সাবার হাসছে তুলার ধূলি।
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০
বাকপ্রবাস বলেছেন: হুম দারুণ কমেন্ট করেছেন, আপনার কমেন্ট এর বিষয়টা মাথায় থাকলে এটা সেভাবেই সাঁজানোর চেষ্টা করতাম, ইঁদুর বিড়াল দিয়ে সমাজ এবং রাজনীতি শিক্ষাও হয়ে যেত। ধন্যবাদ জানবেন খুব করে
২| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
খাটাশ-২ বলেছেন: সেইরাম মজাত্মক হৈচে দাদা।
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০
বাকপ্রবাস বলেছেন: ও দাদা খুব করে ধন্যবাদ জানবেন
৩| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০২
প্রবাসী ভাবুক বলেছেন: মজা পাইলাম
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০
বাকপ্রবাস বলেছেন: প্রবাসে বইসা একটু মজা পাইলেন তাতেই খুশী, দেশের জন্য চিন্তায় থাকেন, তাই ভাবলাম একটু মজা দিই
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
নাজিব হোসেন আকাশ বলেছেন: এটা বাংলার পুলিশ বহিনী এবং সন্ত্রাসীর ক্ষেত্রেও প্রযোজ্য।