নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- ঘুমের ঘোরে

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১


ঘুমের ঘোরে ভাবল টুম্পা
আরো একটু ঘুমায়
সকাল ভেবে খেলার বিকেল
যাচ্ছে চলে কোমায়।

উঠোন জুড়ে খেলার সাথী
করছিল হৈ চৈ
টুম্পা ভাবে আম-সিফারার
হুজুর গেল কৈ।

মা বলল উঠরে টুম্পা
বিকেল যায় যায়
সকাল ভেবে বিকেল গেল
এখন কোথা পাই!

কাঁদছে টুম্পা ঘুমটা ছেড়ে
কেউ বুঝেনা আর
কেমন মজার খেলার বিকেল
ঘুমেই হলো পার।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

আল ইমরান বলেছেন: :D আহারে ঘুম!!

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা শিশুরা ঘুম ছেড়ে কান্না করে তখন সে কি চায় সে নিজেই জানেনা, ধন্যবাদ জানবেন বড়ভাই

২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০

এম হাসান মেহেদী বলেছেন: ছবি আপ্লোড কি করে দিলেন একটু যদি বলেন বেশ উপকার হবে!

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

বাকপ্রবাস বলেছেন: ছবিতে দেখুন, ছবি আপলোড করার অপশানটা, সেখানে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দিলে হবে

৩| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৭

এম হাসান মেহেদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

বাকপ্রবাস বলেছেন: হুম, আপনাকেও অভিনন্দন

৪| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

কাবিল বলেছেন: ভাল লাগলো।
ভাতিজা কেমন আছে?

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭

বাকপ্রবাস বলেছেন: কন্য আমার উমামা
নাইতো কোন ছেলে
তাই বলে মনটা আমার
নয়তো এলেবেলে।
আছে ভালো সে
দু:খ কেবল আমি প্রবাসে।

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

এম হাসান মেহেদী বলেছেন: আবার বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে এই অপশনটা জাস্ট পিসিতে আছে।আমার মোবাইলে আস্তেছেনা :-(

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

বাকপ্রবাস বলেছেন: =p~ মোবাইলে আমি নিজেই ইউস করিনা, মা ঝামেলা মনে হয়, তাই বিষয়ে বিশেষ ভাবে অজ্ঞ

৬| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

এম হাসান মেহেদী বলেছেন: আমি বেশিরভাগ সময়ই মোবাইলে তাই!
আচ্ছা ধন্যবাদ আপনাকে :-)

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫

বাকপ্রবাস বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.