নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- খাইখাই

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩


ছাড়বনা গরুটা রেখেছিতো ধরে
দেখি এবার কোরবানটা কর কি করে!

ছেড়ে দাও দাদাভাই বল কি চাও
মুক্ত বাজার, ট্রানজিট মন ভরেনি তাও?

সে-তো অনেক আগের খাওয়া নতুন কি আছে
ক্ষিধেয় মাথা ভন ভন পেটে বিড়াল নাচে।

রাতদিন খাই খাই কাজ কি নাই আর?
তুই বান্ধব হয়না বদল বাংলাদেশ সরকার।

তাই নাকি ভুলেই যাই থাকেনাতো মনে
নেবার বেলায় ষোল আনা দিতে চায় কোন জনে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

কাবিল বলেছেন: বাহ দারুন হয়েছেতো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

ভিটামিন সি বলেছেন: লেখক বলেছেনঃ
ছেড়ে দাও দাদাভাই বল কি চাও
মুক্ত বাজার, ট্রানজিট মন ভরেনি তাও?

ভিটামিন সি বলেছেনঃ
আর তো দেবার নেই,
তারপরও কি চাও?
মানচিত্রটাই বাকি আছে,
এটাও নিতে চাও??

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

বাকপ্রবাস বলেছেন: সেটাইতো চায় মনে মনে
বুঝতো যদি জনগনে!!!!

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

ভিটামিন সি বলেছেন:
খাচ্ছে নগদ, পাচ্ছে নগদ
বোঝার দি দায়?
এই সুযোগেই দাদারা এখন
মানচিত্র নিতে চায়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

বাকপ্রবাস বলেছেন: দেবরে দাদা দেব
একটু সবুর কর
ছেলে মেয়ে পার করেছি
হাতটা একটু ধর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.