নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কবিতা আর কিছু চিঠি
একটা চিরকুট সম্পর্কের ইতি।
তারপর জানিনা আর কে কোথায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
কিছু গান আর কিছু স্মৃতি
কিছু অনুভূতি আর কিছু বিস্মৃতি।
তারপর সবকিছু তালগোল খায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
কিছু সময় আর কিছু দুঃসময়
কিছু কথা আর বলার নয়।
খোলা আকাশ যার প্রান্তসীমা নাই
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
আল ইমরান বলেছেন: আহারে!!!! এই বৃষ্টির দিনে রাস্তায় ঘুরপাক খাওয়া নিরাপদ নয়।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
বাকপ্রবাস বলেছেন: রেইনকোর্ট আর নৌকা
মাঝরাস্তা ফাঁকা
কেবল জল আর জল ঢেউ খায়
আর আমি ঘুরপাক খাই
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,
একটা চিরকুট সম্পর্কের ইতি
অবহেলায় যার হয়েছে এই গতি ।
কিছু সময় আর কিছু দুঃসময়
যদি হতো ভালোবাসাময় ..
ঘুরপাক খেতে হতোনা মাঝরাস্তায়।।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা ঘটনা সত্য
এমনতো আর হয়নি হায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
জুন বলেছেন: কিছু কবিতা আর কিছু চিঠি
একটা চিরকুট সম্পর্কের ইতি।
ভালোলাগলো