নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- নীতির ঠেলা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫


সুরজ্ঞিতের লেজতো নেই বিড়াল কেন বলে
তারতো আছে দুইটা পা মানব মতোই চলে।

তার মুখটা চলতে দেখি কথার ফোটে খই
তবু কেন আমরা তাকে কালো বিড়াল কই?

আযম যখন বস্তা খোলে ছিল টাকার নোট
সেই টাকাতে ব্যাবসা করে সুরঞ্জিতের পুত।

এতক্ষণেই ঢুকল মাথায় কোথায় অন্ত্যমিল
কালো বিড়াল বস্তার ভেতর হাসছিল খিলখিল।

বোকা আযম জানতো যদি নীতির এমন ঠেলা
বিড়াল নিয়ে খেলতো কি আর অন্ধ রাতের বেলা!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

এম এ কাশেম বলেছেন: বোকা আযম জানতো যদি নীতির এমন ঠেলা
বিড়াল নিয়ে খেলতো কি আর অন্ধ রাতের বেলা!

হাছা কথা ভাই।

শুভ কামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

বাকপ্রবাস বলেছেন: হাছা কথা কওয়ারও টেলা আছে সেই ভয়েই কিন্তু থাকি

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

কাবিল বলেছেন: চমৎকার ঠেলা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

বাকপ্রবাস বলেছেন: বেলাঅবেলা

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

আরণ্যক রাখাল বলেছেন: ও আচ্ছা

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

বাকপ্রবাস বলেছেন: হুম, খুব করে ধন্যবাদ রইল

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

ডা: এনামুল হক মনি বলেছেন: তার মুখটা চলতে দেখি কথার ফোটে খই
তবু কেন আমরা তাকে কালো বিড়াল কই?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

বাকপ্রবাস বলেছেন: সেটাই জাতীর কাছে প্রশ্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.