নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# উমামা এবং উমায়রা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

ওরা দু'জন খেলার সাথী
ঝগড়া-ঝাটিরও বটে
মাঝের মধ্যে যেমন তেমন
আজব কান্ড ঘটে!

কুলুক বলে লুকায় একজন
অন্য জনে খোঁজে
বেখায়ালে ঘুমিয়ে পড়ে
সিন্ধুকটাতে গুঁজে।

এঘর ওঘর ওঠোন বাড়ী
খুঁজে খুঁজে সারা
সবখানেতে দেখা হল
কেবল সিন্ধুক ছাড়া।

ভাংলে ঘুম ভয়ে যখন
কান্নার সূর ভাসে
সবাই এসে দেখে দেখে
দম ফাটিয়ে হাসে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

জহরলাল মজুমদার বলেছেন: সুন্দর ছড়া ভাল লাগল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন জহরলাল মজুমদার ভাই

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

কাবিল বলেছেন:


ওদের প্রতি থাকল স্নেহ ও আদর।
ছড়ায় ভাল লাগা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কাবিল ভাই

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ছড়ার সাথে শুভেচ্ছা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রামানিক ভাই

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: ওদের প্রতি থাকল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা।

ছড়ায় ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সুমন কর ভাই

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
খুকু মনির জন্য রইল আদর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন শামছুল ইসলাম ভাই

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

আরণ্যক রাখাল বলেছেন: খুব কিউট তো ওরা! ছড়াটা মজাদার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

বাকপ্রবাস বলেছেন: খুবই চটকদার ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.