নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খান বাবু সব খান
ঘুষ পেলে হুশ খান
হুশ এলে ঘুষ খান
রেগে গেলে ফোঁস খান
দেয়ালে মাথা, ঠুশ খান।
খিদে পেলে ঢুশ খান
ভরা পেটে জুস খান
পানে খয়ের চুন খান
গুনে গুনে নুন খান
নুন খেলে গুন গান।
মাঝে মাঝে গুম খান
লেপে মোড়ে ওম খান
শনি রবি সোম খান
মঙ্গলে অপিষ যান
গিয়ে বসের ঝাড়ি খান।
গোলেমালে ঘোল খান
বাসে ঝুলে দোল খান
মাছ রেখে ঝোল খান
খেতে গালে টোল খান
বউ বকে, তাও খান।
খান বাবু সব খান
খেতে খেতে যায় প্রাণ
ঢেকুর তুলে হেচকি খান
বলে তবু আন আন
মাগনা পেলে থাকনা খান।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ খান
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১
মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: খান খান সব খান!!
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: যা পান তা খান
৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: দারুণ দারুণ। ধন্যবাদ
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ খান
৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: আপনি আমার "ভাল লাগা" খান
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা খুব করে ধন্যবাদ খান
৫| ২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আপনি আমার সুভেচ্ছানিবেন।
আর খান মিয়া খান কি (!)
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯
বাকপ্রবাস বলেছেন: বলেন কি? কোনটা খায়না সেটাই ভাবছি
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪
নাবিক সিনবাদ বলেছেন: পিলাচ