নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- বৃষ্টির ছড়া

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯

বৃষ্টিতে ডুবে গেছে পথঘাট পানিতে
থেমে গেছে চলাচল রিক্সা বা গাড়িতে।
সারাদিন টিপটিপ ঝুমঝুম লাগাতার
দেখা তাই হলোনা সেলিম আর সুজাতার।

খিচুড়ির ঘ্রাণ এলো গিন্নী রাধছিল
অপিষে আজ যাবেনা কর্তা ভাবছিল।
টুম্পাও ঢেলে দিল খেলনার ঝাপিটা
সারাদিন ফিসফিস মোবাইলে আপিটা।

জানলার পাশদিয়ে ঝুলে থাকা তারটায়
কা বলে উড়ে এসে বসলনা কাকটায়।
দুধওয়ালার ছুটি নেই নেড়ে দিল কড়াটা
আমিও বসে বসে লিখে নিলাম ছড়াটা।

বি.দ্র. অসময় এ বৃষ্টির ছড়া পড়ে ভিমড়ি খাবেননা, মধ্যপ্রাচ্যে বৃষ্টির তোড়ে ঘরবাড়ি না ভাসলেও রাস্তার গাড়ীগুলো ঠিকই ভাসছে, এখানে শীত আসে এবং যায় বৃষ্টি হয়ে...............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

বাংলার ফেসবুক বলেছেন: দুধওয়ালার ছুটি নেই নেড়ে দিল কড়াটা
আমিও বসে বসে লিখে নিলাম ছড়াটা।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

বাকপ্রবাস বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.