নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধে যারা গিয়েছিল দিয়েছিল প্রাণ
ধূকে ধূকে মরছে আজ তাদেরই সন্তান।
যুদ্ধে যারা হাত গুটিয়ে ছিল ঘাপটি মেরে
তারাই আজ আসল যোদ্ধা গাইছে গলা ছেড়ে।
যুদ্ধে যাদের জন্ম হয়নি কিংবা আরো পরে
তারাই এখন আসল যোদ্ধা শাহবাগ চত্বরে।
আমরা যারা গোবেচারা দেখে গেলাম শুধু
খাচ্ছে তারা মালায় সর খাচ্ছে আবার দুধও।
ডিসেম্বর আসলে ঘুরে চেতনার বাড়ে জোর
কবে হবে ভেজাল মুক্ত, কবে হবে ভোর!
বিভাজনের ঘোলা জল কবে হবে শেষ
কবে আবার সোনার বাংলা হবে বাঙলাদেশ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জানবেন বুবু
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
কারাবন্দি বলেছেন:
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: আম্রিকা ব্রিটিশরা ব্রা বানায় পেন্টি বানায় আমরা কিন্তু তা করিনি, মাথায় দিয়ে নুনু দেখিয়েছি
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
ডার্ক ম্যান বলেছেন: অনেক সময় মানুষ নিজের অজান্তেই তার রুপ প্রকাশ করে ফেলে
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: এ কোন রূপে রাঙ্গালে হে বন্ধু.................
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার সত্য কথার কবিতা।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
বাকপ্রবাস বলেছেন: দাদা খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
জনম দাসী বলেছেন: যুদ্ধে যারা হাত গুটিয়ে ছিল ঘাপটি মেরে
তারাই আজ আসল যোদ্ধা গাইছে গলা ছেড়ে...
অতীব সত্য কথা। ভাল থাকুন সব সময় লেখক যোদ্ধা।