| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
লাল গরু চোখা শিং এল এক হাঁটে
গুতা গুতি করে শুধু দুধ নেই বাটে 
খড় দিলে খায় গরু চড় দিলে রাগে
গুতো মেরে ছিলে দেবে যদি পায় বাগে।  
কালো গরু ছোট শিং দেখে যাও মাঠে
দড়ি নেই বাঁধা তায় পানি খায় ঘাটে
নেই তার হাস ফাস ধীর পায়ে হাটে
খুরে যদি বসে মাছি জিব দিয়ে চাটে।
গায় গরু ছিল এক কেউ নেই সাথে
লাল গরু হাম্বা স্বরে তার সাথে মাতে
কালো গরু ভাবে মনে দেখা হলে রাতে
বলে দেবে লাল গরু ঠিক নেই জাতে। 
মাস গেল একে একে গুণে গুণে বারো
তিনে দুই পাঁচ হল বেড়ে গেল আরো
লাল হল এক আর কালো এক গাঢ়
বাটে বাটে দুধ এল খাও যত পারো। 
 
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
বাকপ্রবাস বলেছেন: হুম, সনেট হয়ে যেত, ভেবেছিলামও তায়, কিন্তু ভাবলাম সনেট এর অমর্যদা হয় কিনা, অষ্টক আর ষষ্টক এর ব্যাপার আছে, তবে আমার এখানে অনেক খেয়াল করে লিখতে হয়েছে, প্রতিটা শব্দে দুইটা করে অক্ষল, চৌদ্দ মাত্রা অক্ষরবৃত্তে।
২| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা অনেক চিন্তাভাবনার ফসল এই কাব্য তা বুঝতে পেরেছি দুই অক্ষর আর চৌদ্দর সামঞ্জস্য দেখেই। 
তবে চমৎকার কবিতা গড়েছেন
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়, আপনার গানের কন্ঠ মিষ্টি খুব।
৩| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
শাহারিয়ার  ইমন বলেছেন: সুকুমারের মত কি 'আবোলতাবোল' ছড়ার বইয়ের মত বই লিখিতে যাচ্ছেন ?  ![]()
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ছড়া আবোল তাবোল হলেই ভাল লাগে, গরুর পাখা গজাবে, সে আকাশে উড়বে ডানা মেলে এসব ছড়াতেই সম্বব, কবিতায় হলে ঠ্যাং ভেংগে হাতে ধরায় দিবে।
ধন্যবাদ জানবেন ভাইযান।
৪| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১০
শাহারিয়ার ইমন বলেছেন: তাহলে আর একজন বিখ্যাত কবি আমরা পেতে যাচ্ছি
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৪
বাকপ্রবাস বলেছেন: দিলেন তো সব শেষ করে!!!!!  খাটের তলায় বসে সুকুমার হওয়া যায়না। ওনারা মাস্টাস পিস, যেমন ছড়া তেমন ছবিও এঁকেছেন, গল্পও লিখেছেন হাসির। ওরা ব্যতিক্রম বলেই আজও প্রাসঙ্গিক। আমি  জাষ্ট ব্লগে লেখার জন্যই দুই একটা ছড়া চেষ্টা করি মাত্র। কখনো বই বের করব সেটাও ভাবতে পারিনা। ![]()
৫| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: লক্ষ্য ঠিক করে আগান ,পারবেন
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৭
বাকপ্রবাস বলেছেন: গাছের গোড়ায় গন্ডগোল থাকলে আগায় পানি দিয়ে কী হবে? সাহস দেবার জন্য সাধুবাদ।  ![]()
৬| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ছড়ায় ভালোলাগা জানিয়ে গেলাম
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১০
বাকপ্রবাস বলেছেন: সাদা মনের মানুষ ভাই
ধন্যবাদ জানাতে চাই।
৭| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা
চমৎকার গরুকথন
আমি মুগ্ধ অভিভূত ও বিবাহিত
আপনার হাত সবদিকে সমান দক্ষ
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১০
বাকপ্রবাস বলেছেন: আমিও হাসতে হাসতে শেষ আপনার টাইপোতে বিমোহিত যখন বিবাহিত করে ফেলল
ভালবাসা জানবেন বড় ভাই
৮| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... বেশ সুখপাঠ্য। পাঠে মজা পেয়েছি। 
অন্ত্যমিল, বিন্যাস দারুণ।
তবে শেষ স্তবকের ১ম চরণে শেষের শব্দটা "বারো" লিখলে আরো সুখপাঠ্য হতো। 
(মাস গেল একে একে দিন গেল বারো
তিনে দুই পাঁচ হল বেড়ে গেল আরো।)
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১১
বাকপ্রবাস বলেছেন: হুম, আপনারটাই বেষ্ট, ওভাবে করে দিচ্ছি।
ধন্যবাদ বড় ভাই
৯| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...  বড় ভাই  
বড় ভাই নিকে কোনো ব্লগার অতীতে ছিলেন কিনা দেখা দরকার।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা দখল করে নিন জলদি, না থাকার সম্ভবনা আছে, মাল্টি নিকটার কথা কাউকে বলা হবেনা
১০| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২৯
সপ্রসন্ন বলেছেন: গুতাগুতি করে শুধু দুধ নেই বাটে, লল
যাক বছরঘুরে লাল গরুর দুখ ঘুচল!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
বাকপ্রবাস বলেছেন: লাল গরু পুরুষ ছিল
কালো গরু তায়
গাই গরুর মিলনে
বাছুর ছানা পায়।
-
কমেন্ট এর জন্য ধন্যবাদ জানিয়ে রাখলাম
১১| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: সময়ের অভাবে নিয়মিত থাকতে পারি না। তবে মাল্টি নিক নিয়ে সেফ হওয়ার আনন্দ'টা উপভোগ করার ইচ্ছে ছিলো। কবে? কখন?  ব্লগে সেফ হয়েছি বলতে পারবো না।
(শুরুতে, ব্লগে পোস্ট করে চলে যেতাম। বা লগইন না করে পড়তাম। মন্তব্য করতাম না।)
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
বাকপ্রবাস বলেছেন: মাল্টি নিক ঝামেলার মনে হয় তাই আমি খুব একটা খুলিনা, অন্য একটা ব্লগে পার্সোনাল একট ধারাবাহিক দেবার জন্য মাল্টি খুলেছিলাম, সেই লেখাটা এই ব্লগে মাল্টি ছাড়াই পোষ্ট করেছি, কারন এই ব্লগে পরিচিত বলতে কেউ নেই।
১২| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩১
নিশি মানব বলেছেন: আমি পড়তেছি৷  আর দুই পাশে ভাগনীরা শুয়ে আছে৷
পড়ার শেষে তিনজনেই হেসে গড়াগড়ি খাচ্ছি৷ 
ছড়াটা সুন্দর হয়েছে এবং মজাও!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
বাকপ্রবাস বলেছেন: আপনাদের গড়াগড়ি দৃশ্যটা মনে মনে এঁকে নিলাম এবং পুলকিত হলাম। এমন কমেন্টে খুব আপ্লুত হই। ধন্যবাদ জানিয়ে রাখলাম
১৩| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০১
কবীর বলেছেন: 
ছড়া পড়ে মন ভরে গেলো, খুবই সুন্দর লিখেছেন।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: একরাশ ধন্যবাদ কবীর ভাই
১৪| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৪
সাইন বোর্ড বলেছেন: ছড়া ভাল লেগেছে ।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সাইন বোর্ড
১৫| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: এবার ঈদে গরু নিয়ে চমৎকার একটা নাটক হয়েছে। 'লালাই' নাম।
ইউটিবে আছে। দেখে নিবেন।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান, রাতে দেইখালমু, একটু করে খুইলা দেখলাম নিশুরে বেদম মারতাছে
১৬| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ছন্দোময় বিন্যাসে  গরুকে নিয়ে  কবির আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধি ও চিন্তাগুলি  উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে এবং  অতি সংক্ষেপে গোটা গোটা দুই অক্ষরের  শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর ও  শ্রুতিযোগ্যতা যুক্ত করে কবিতাটি  লিখা হয়েছে দেখে ভাল লাগল  । যুগে যুগে কবিরা কবিতার বৈশিষ্ট্য ও কাঠামোতে পরিবর্তন এনেছেন, এরকমটা হওয়াই  স্বাভাবিক।  কাঠামো বিন্যাসে  অস্টক আর সষ্টক হলেই  এই কবিতাটি যদিও   সহজেই চতুর্দশপদী সনেটে পরিনত হতে পারত , তারপরেও  এর  প্রতিটি চরণে মোট ১৪টি অক্ষরের সমাবেশ বেশ দারুন হয়েছে । কবিতাটির কাঠামো বিন্যাস ও বিষয়বস্তু  দেখে মনে হচ্ছে   শেকসপিয়র, এডমন্ড স্পেন্সার, মাইকেল ড্রায়টন প্রমুখ  ব্যক্তিত্বরা চতুর্দশপদী কবিতায় নারীর প্রতি ভালবাসা সংক্রান্ত বিষয়াবলীকে প্রাধান্য দিয়ে   যেমনভাবে কবিতাকে  নতুন নতুন ধাপে এগিয়ে নিয়ে গিয়েছেন কয়েক শতকধরে  তদ্রুপভাবে    আমাদের  দেশের  নবপ্রজন্মের তরুন প্রতিভাধর কবি তখনকার দিনের  কবিতার মূল বিষয়বস্তু তথা  নারীর প্রতি ভালোবাসাকে ছাপিয়ে   মানবের হাতে বিবিধভাবে বিপন্ন ও উপকারী জীবকুলের কথামালাগুলিও  সুন্দর ও হৃদয়গ্রাহীভাবে কবিতায় ধারন করে  নতুন ধারার কাব্য কাঠামোশৈলীতে উপস্থাপনের মাধ্যমে পাঠকের কাছে উপভোগ্য করে তোলার  প্রয়াস পাচ্ছেন,  তা দেখে বেশ ভালই লাগছে । দেশের   তরুন কবিকুল এগিয়ে চলুন নতুন ধারার হৃদয়গ্রাহী কবিতা রচনায় এ কামনাই রইল ।
কবিতায় ++++++
শুভেচ্ছা রইল 
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩০
বাকপ্রবাস বলেছেন: আপনার মন্তব্যটা আমার লেখালেখির জীবন অনন্য এক প্রাপ্য। কৃতজ্ঞতা ও ভালবাসা জানবেন ডঃ এম এ আলী স্যার।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ ছড়া লিখেছেন ভাই।
তবে দুই লাইন কমিয়ে নিজের ভাবব্যক্ত করলেই তো সনেট হয়ে যেত, সবই তো ঠিকঠাক আছে।