নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সময়, ভাবনা এবং জীবনের ভ্রম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৪
সামু ব্লগে আমার চতুর্থ পোষ্ট। নতুন তায় প্রথম পাতায় আসার সুযোগ নেই। এভাবে সবারই প্রথম দিককার পোষ্টগুলো নিরবে পড়ে থাকে কমেন্ট ছাড়া। ভাবলাম আবার প্রকাশ করি সেইসব অপঠিত লেখা।



তুমি নও
তোমার পোষাকটাই আমাকে এলোমেলো করে দিল।
আমি নগ্নতা ভেবেছিলাম তুমি বোঝালে সভ্যতা
তুমি যখন হেঁটে আসছিলে সেকি করতালি সবার
তারপর হেলেদোলে কোমর ঢুলে তুমি চলে গেলে।
ওটা ছিল সুন্দরী প্রতিযোগিতা, নিস্তেজ পুরুষগুলো
মার্কস দিতেদিতে তোমাকে প্রথম বানিয়ে ছাড়ল
তারপর গভীর রাতে ক্লান্ত শরীরে তোমার বাড়ি ফেরা।
আমি বুঝালাম ধর্ম, পরিবার, সমাজ, সংসার
তুমি বুঝলে সকল আয়োজন শেকল দিয়ে বাঁধবার
তারপর ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে গেল
অন্য একটা গ্রহে, যেখানে দিন রাত্রির নিয়ন্ত্রণ ওরাই করে।
আমিও বোঝাতে পারিনি, তুমিও বুঝতে চাওনি আর
তোমার অধিকার আর স্বাধীনতার ধোঁয়া তুলে
পণ্য বানিয়ে ছেড়েছিল তোমাকে, তুমি একটুও বুঝেলেনা
অবাধ বাণিজ্যে মুক্তবাজার অর্থনীতির হিসেব নিকেশে
নারী কিভাবে পণ্য হয়ে যায়, তোমার ব্যাডরুমে ঢুকে গেছে
ওদের ক্যামরা, সবার মুখেমুখে তোমার পরিচিতি
যুব সমাজের মোবাইল স্কৃণে তোমার লাস্যময়ী ছবি
দেয়ালে দেয়ালে তোমার খোলামেলা পোষ্টার দেখে
প্রৌড়রাও হয়তো কিঞ্চিৎ সুড়সুড়ি অনুভব করে।
তুমি ভেবে নিয়েছিলে এটাইতো জীবন সত্য
দুই দিনের দুনিয়া শুধু ভোগ আর বিলাসের।
শুনেছি ইদানিং তোমার মেহাভংগ হতে শুরু করেছে
প্রতিযোগিতায় তোমার ক্রমিক ক্রমশ তলানির দিকে
শেষ চেষ্টা করেও ফাউন্ডেশান ধরে রাখতে পারছেনা
তোমার মুখের ভাজ, তোমার চৌহদ্দির সীমানায় যারা
ঘুরপাক খেতো একটু সংগ পাবে বলে, তারাও নাকি
ইদানিং মুখ ফিরিয়ে নিয়েছে, এমন করে তাকায় আর
মুচকি হাসে, খুব অসহ্য মনে হয় তোমার কাছে।
তারপর তুমি যখন ফিরে আসতে চাইলে সুস্থ্য গ্রহে
কেউ আর বিশ্বাস করতে চাইলনা তোমাকে
সবই তোমার ভ্রম বলে উড়িয়ে দিল সবাই।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

জাহিদ অনিক বলেছেন: সভ্যতা, উত্তরণ, সুড়সুড়ি, মুক্তবাজার অর্থনীতি যাই বলেন না কেন, নগ্নতা বলে কিছু নেই। শব্দে ও শিল্পে কোন নগ্নতা নেই।
সিনেমায় যদি একটা অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয় সেখানে আমার অশ্লীলতা মনে হয় না।
ন্যাংটা কোন নারী দেখে আমার অনুভূতি জাগে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: চিকিৎসা জরুরী হয়ে পড়েছে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: এক কথায় অসাধারন কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ভাইযান

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

বাকপ্রবাস বলেছেন: মাঝে মাঝে আমি মিরাক্যাল রনি পর্ব দেখি। ওর মতো করে বলা যায়

না না আপনার চিকিৎসার কথা বলিনাই, আমাদের চিকিৎসার কথা বলেছি :D

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তবতার দারুণ চিত্রায়ন।

প্রিয় ব্লগার, কবি জাহিদ অনিক ভাইয়ের মতো যখন নগ্নতা দেখলে সমাজের অধিকাংশ পুরুষের কোনপ্রকার অনুভূতি বা সুড়সুড়ি জাগবে না তখন নারীর পেছনে ব্যবসায়ীরা আর ইনভেস্ট করবেনা। সেই সময়টা বেশি দূরে নয়।
চারিদেকের নগ্নতা দেখতে দেখতে নগ্নতার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে।

লিখা ভালো লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

বাকপ্রবাস বলেছেন: নগ্নতা থেকে উত্তোরনের কোন উপায় নেই কারন একই জিনিস যখন ঘুরিয়ে অন্যভাবে দেখানো হয় মানুষ সেটাতেই মজে, এটাই মানব চরিত্র। একই নায়ক নায়িকা হাজারটা সিনেমা করে প্রত্যেকটার চরিত্র আলাদা বলেই করতে পারে আর আমরাও দেখি। শুতরাং উলংগতাকেও বিভিন্ন মোড়কে দেখানো হবে মানব ও মজবে।

ধন্যবাদ জানবেন বড়ভাই

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

এ.এস বাশার বলেছেন: প্রথম দিকের হলেও অসাধারন লেখেছেন এবং বেশ সুখপাঠ্য কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

বাকপ্রবাস বলেছেন: কবিতা কম লেখা হয়, কবিতায় আমি সাবলিল নই, ছড়া হলে সহজ লাগে।

ধন্যবাদ ভাইযান

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ট্রিটমেন্ট দরকার। এইসব নবপাগলদের

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: কার ভাইযান? কমেন্ট তো মাথার উপর দিয়ে গেল।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড়ভাই

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রবাসীভাই,

কবিতা সুন্দর হয়েছে। তবে একটু বিতর্কিত হতে পারে। আমি বরং পালাই গিয়ে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

বাকপ্রবাস বলেছেন: কুতর্ক না হলেই হল। বিতর্ক ভাল জিনিস।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: দুই একটা শব্দ আরও সুন্দর ব্যবহার করলে ভালো হবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

বাকপ্রবাস বলেছেন: সামু ব্লগিং এর প্রথম দিককার লেখা। এটা ছিল চতুর্থ পোষ্ট। তখতো প্রথম পাতার নাগাল পাইনি তাই অপঠিত ছিল পাঠকের। হুবুহু তুলে দিলাম আবার। ঘষামাজা করা হয়নি। হয়তো আর করার সময়ও হবেনা।
ধন্যবাদ ভাইযান।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

আরোগ্য বলেছেন: নগ্নতাই আজ সভ্যতা আর ভদ্রতা যেন বর্বরতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

বাকপ্রবাস বলেছেন: হুম। নগ্নতার সাথে বাণিজ্য ও জড়িত। স্বার্থে আঘাত লাগলে সেটাকে শিল্প বলে চালিয়ে দিতে চায়, উল্টো খ্যাত বলে বদনাম জুটবে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ এখনি সাবধানী হতে হবে সমাজকে শুদ্ধ রাখার জন্য ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

বাকপ্রবাস বলেছেন: পারিবারিক শিক্ষা ও শালিনতা অন্যতম উপায়, পরিবার যদি কন্ট্রোলে রাখার চেষ্টা করে তাহলে অনেকটা সহজ হয়ে যায়, পরিবার যদি ভাবে আমার কন্য পপুলার হচ্ছে পয়সা ইনকাম করছে তাহলে লাগামছাড়া

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২০

বলেছেন: অসংগতি চোখে পড়ে না
চাকচিক্যময় জীবনের গল্প সবাই পড়ে।
দাদা আমার গ্রেইট
একরাশ মুগ্ধতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

বাকপ্রবাস বলেছেন: একরাশ ধন্যবাদ জানিয়ে রাখলাম দাদা

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ২০১২ সাল থেকে ২০১৮। ১৮ এর অবস্থা আরো খারাপ। নগ্নতাই এখন শিল্প!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

বাকপ্রবাস বলেছেন: হুম। এমন ভান করে তারা খুব আধুনিক, তলে তলে সবাই নেশা আর বন্য জীবন যাপন করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.