নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ষড়রিপু

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫


একটা সাপের ছয়টা মণি
ছয় রূপে তার বাস
একটা আছে মত্ত কামে
একটা ক্রোধের চাষ।

একটা মরে লোভের তরে
একটা থাকে মোহে
দম্ভ ভরে রইল যে জন
ঈর্ষায় মিলে দোহে।

সেই সাপের মণির লোভে
সপে দিওনা মন
দংশনে তার বিষ পেয়ালা
ঢালতে কতক্ষণ।

মন্তব্য ৫৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন: আমি এম্নিতেও সাপ ভয় পাই-- সাপ ! বাপ বাপ !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: হুম দূরে থাকাই ভাল B-))

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্রোধ, কাম, মোহ, লোভ, দম্ভ, ঈর্ষা।


টাইপো সঁপে.

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

বাকপ্রবাস বলেছেন: সমর্পণ অর্থে সপে লিখেছি, ধন্যবাদ ভাইযান। শাপ এর চাইতে টাইগার পাস এর ভয়টাই বেশী এখন

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেকে সাপের খামার পোষে মনের ভেতর ;)

ক্রোধ, কাম, মোহ, লোভ, দম্ভ, ঈর্ষার ভরপুর তাদের তন,মন।
হায় মৃত্যুর আগে আফসোস করে, যা কোন কাজেই লাগেনা।
সময় থাকবে ওঝা হইতে হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

বাকপ্রবাস বলেছেন: সাপের তরে দিলে মন
মরবে নিজের বিষে
পাবেনা আর দিশে।
-
ধন্যবাদ জানবেন বিদ্রোহী ভৃগু

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

ইমু সাহেব বলেছেন: সাপের মধ্যে এই গুলো আছে কিনা জানিনা, তবে মানুষের ভিতরে ঠিকই আছে ।
মানুষ সাপ :D (রুপক অর্থ)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ইমু সাহেব।

সাপের কাছে মণিও থাকেনা তায় রূপক অর্থেই সাপ এর ব্যবহার হয়ে থাকে। রিপুর তাড়নায় মণি নিতে গিয়ে সর্প বিষে মৃত্যু।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে! :)

মডু আসলে টাইগারের বলি হবে। ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড় ভাই। চুলের সমস্যা রিপুতে নাই

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। আমাদের ছয়টি আচরণগত ব্যাখ্যা।। খুব ভালো কবিতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

বাকপ্রবাস বলেছেন: B-) B-) B-) B-)

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের নফ্স বা আত্মা একটি কিন্তু কু-মন্ত্রণা প্রদানকারী রিপু অনেক। নফস দমন করতে পারলে ষড়রিপু এমনিতেই দমন হয়ে যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

বাকপ্রবাস বলেছেন: হুম, নফস কে শুদ্ধ রাখার জন্য চাই আগ্রহ চেষ্টা আর কিছু নিয়ম কানুন। হতে পারে ধর্ম বা মানবতা

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নীল আকাশ বলেছেন: রুপক কবিতা টা খুবই চমতকার হয়েছে...........ছয়টি আচরণগত ব্যাখ্যা! ছয়টা মনি! দারুন ভাব গত রুপক।
একটা জিনিস জানতে চাই, ঈর্সায় মিলে দোহে না দ্রোহে হবে...?
ছবি টা দারুন। আপনার কাছ থেকে ব্লগে ছবি দেয়া শিখছি।
ভালো থাকুন, সব সময়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: দোহে শব্দটা ব্যবাহারের কারণ হল, এক - অন্ত্যমিল ঠিক রাখা, ২- আগের লাইনে দম্ভ এর কথা আছে, যার দম্ভ আছে তার সাথে ইর্ষাও থাকবে তায় দোহে লিখলাম। দ্রোহে লিখলে ভাবটা কিছুটা সরে যায়, দ্রোহ কথাটা প্রতিবাদ, প্রতিরোধ ইত্যাদি ভাবনা নিয়ে আসবে সেটার সাথে ইর্ষার সমন্বয়টা একটু বেখাপ্যা হবে।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

সনজিত বলেছেন: চমৎকার লিখেছেন আপনি।
শুভ কামনা রইলো

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

বাকপ্রবাস বলেছেন: শুভ সকাল সনজিত ভাই

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার, রুপক কাব্য। ++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় প্রবাসীভাইকে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

নজসু বলেছেন:
কাম, ক্রোধ, লোভ, দম্ভ, ঈর্ষা থেকে মুক্ত থাকলে পরিপূর্ণ মানুষ হওয়া যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

বাকপ্রবাস বলেছেন: খাদ না মিশালে যেমন সোনা জোড়া লাগেনা, এই বিষয়গুলো ছাড়াও মানুষ হয়না, তবে যতই দমিয়ে রাখা যায় ততই মঙ্গল

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

নজসু বলেছেন: কাম, ক্রোধ, লোভ, দম্ভ, মোহ, ঈর্ষা থেকে মুক্ত থাকলে পরিপূর্ণ মানুষ হওয়া যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

বাকপ্রবাস বলেছেন: মনতো অনেক কিছু্ই চায়, অবি বিষয়টা দমিয়ে রাখাটাই মনুষ্যত্ব

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

শিখা রহমান বলেছেন: চমৎকার রূপক কবিতা। রূপক হলেও সহজবোধ্য আর শব্দ চয়ন ভালো লেগেছে।

শুভকামনা কবি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

বাকপ্রবাস বলেছেন: শুভ সকাল।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল কথা, মনে রাখলে অারো ভাল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: বলাটাই সহজ তাই বলে দিলাম, মানাটা কঠিন, চেষ্টা থাকা ভাল।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে শোনে কার কথা মত্ত লোভে যথা তথা।
দম্ভ আর ঈর্ষা কভু ছাড়তে পারি নাই,
ছাড়তে আমি ষড় রিপু কঠিন কর্ম ভাই,
এসব নিয়ে কি করে বলো ওপারেতে যাই?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

বাকপ্রবাস বলেছেন: ওপারে যে হিসবা হবে
রিপু রইবে সবার আগে
সবার আগে স্বাক্ষী রবে
কোন রিপুটা পড়বে ভাগে।
-
শ্রদ্ধা আর ভালবাসা জানবেন নূরু ভাই।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো আপেক্ষিক ধারণা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

বাকপ্রবাস বলেছেন: আপেক্ষিক গোটা দুনিয়া, জীবন জগৎ সব আপেক্ষিক। আপেক্ষিকতা ছাড়া কোন কিছুই দেখিনা দুনিয়ায়। ধরে নিলাম আপনার নাম চাঁদগাজী সেটা নামটাও আপেক্ষিক। আপনার নাম চাঁদগাজি রাখা হয়েছে বলেই আপনি চাঁগাজী, আপনার নাম ভাতগাজি রাখা হলে সে নামেই ডাকা হবে, যেই নামেই ডাকা হোকনা কেন আপনি আপনিই, কিন্তু আপনি কে? কেওনা, আপনাকে যেভাবে দেখা হবে ভাবে হবে আপনি সেই হয়ে যাবেন কিন্তু আপনিতো সেটা নন। আমরা মানুষ নাম দেয়া হয়েছে বলে আমরা মানুষ নামে পরিচিত কিন্তু আমরা কে? আমরা কী? আমরাই জানিনা, মানুষ এর নাম যদি মানুষ না হয়ে গরু দেয়া হতো তাহলে আমরা বলতাম জগতে সর্বোৎকৃষ্ট প্রাণী গরু। এভাবে আমরা প্রতিনিয়ত আপেক্ষিকতায় ভর করেই সময় পার করছি। এখন যদি বলা হয় সময় জিনিসটা কী? সেটাও বলা সম্ভব না, আপেক্ষি নাম ও ক্ষণ সময়, আদতে সেটা কী আমরা জানিনা। সূর্য যেমন ডুবেনা চাঁদও ডুবেনা, দিন রাত্রি বলতে কিছু নেই। সবই আপেক্ষিক।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর। খুব সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন। মোটামোটি যখন বলেননাই সুন্দরই মনে হচ্ছে

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

তারেক ফাহিম বলেছেন: ছবিটা ভালো হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বাকপ্রবাস বলেছেন: গুগল সূত্রে পাওয়া, গুগলে সার্চ মারলাম, সেখানে দেখি একই বিষয়ে লেখা আগের একটা ছড়ায় সামু ব্লগেই এই ছবিটা আগে ব্যবহার করেছিলাম, এবারও করলাম।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ চমৎকার রুপক কবিতা ভাইয়া । আজকে আপনার নাম জেনে গিয়েছি হাবিব ভাইয়া B-)

২ নং মন্তব্য এর প্রতিউত্তর, কথা সত্যি :||

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

বাকপ্রবাস বলেছেন: হা হা হা আমাকে অনেকেই নিজ নামে চেনেনা, বাকপ্রবাস নামেই চেনে, আমি তখন কাতার ছিলাম, ইউএই সওদি আরব থেকে আমাকে ফোন করত, ডাকত বাকপ্রবাস নামে। ওরা ব্লগে ফেইসবুকে লেখা পড়েই আমাকে ওভাবে চিনত। ধন্যবাদ কথার ফুলঝুরি।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আরোগ্য বলেছেন: ষড়রিপুর খেলা বুঝবে ঠেলা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

বাকপ্রবাস বলেছেন: বুঝুক চেলা
কেমন ঠেলা

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: দুনিয়াতে আসলে বসবাস করা কঠিন হয়ে পরছে খুব। সাপের রূপে মানুষ বসবাস করছে। তারা খুব ভয়ানক। তাদের মাঝে সারাদিন রাত শুধু বিরাজ করে ক্রোধ, কাম, মোহ, লোভ, দম্ভ, ঈর্ষা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: প্রত্যেকের মাঝে সাপ থাকে, যারা যত পরিমাণ দমিয়ে রাখতে পারে তারা ততটাই মানুষ হয়ে উঠে।

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ১২ লাইনের সুন্দর একটা কবিতা পড়লাম আলোচিত ব্লগ থেকে। কবিতার নাম ষড়রিপু

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

বাকপ্রবাস বলেছেন: পাঠক এর নাম হাসিব ভাই হা হা হা

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের মনের বিবিধ অবস্হাকে ধর্ম ও সমাজ বিবিধভাবে ব্যাখ্যা করেছে; তবে, স্বাভাবিক পরিবেশে মানুষ সকল দোষকে পরিহার করে সুস্হ মানবিক গুণের অধিকারী হয়ে থাকেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৫

বাকপ্রবাস বলেছেন: রিপুর ব্যাপারটা বোধয় বাউল ঘরনার গোষ্ঠীরাই বেশী ব্যাবহার করে থাকেন

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি জনাব ১০০% আসল কথা বলেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৬

বাকপ্রবাস বলেছেন: হুম :D

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার রুপকে ফুটিয়েছেন আমার রিপু গুলোকে ।
ভালোলাগা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

বাকপ্রবাস বলেছেন: শুভ সকাল আপু।

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

এস এম ইসমাঈল বলেছেন: ও আমি একা করি নাই তো চুরি
মোর সঙ্গে ছিল ছয় জনা
ছয় চোরাতে যুক্তি করে
আমায় দিল জেলখানা
ও গুরু উপায় বল না??
গুরু গম্ভীর একটা বিষয়কে কত সহজ করে মাত্র বার লাইনের খাঁচায় বেঁধে ফেললেন ভায়া!
ওরে কেমন করে পারলে সেটা তুমি
আমি নির্বাক হয়ে শুনি আর শুনি।।
পাঠে একরাশ মুগ্ধতা।
আচ্ছা ভায়া! যাদুটা আসলে কোথায়?
বলেন তো? আপনার কিবোর্ডে নাকি মনের খাঁচায়?
সঠিক উত্তর আজ আমরা সবাই জানতে চাই।
ধন্যবাদ হে কবি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ইসমাইল ভাই। চেষ্টা ছিল ছোট রাখার, কেননা লেখা বড় হলে মেদ ধরে যেতে পারে তার চাই ছোট ও ছিমছাম হলে জড়তা থাকেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.