নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব পাপ মুছে দাও প্রভূ
তুলে নাও ক্রোধ, কাম, দ্বেষ-বিদ্বেষ আর
অন্ন, বস্ত্র, অশিক্ষা, বাসস্থান।
ছেড়ে দাও বনে-বাঁদাড়ে, জঙ্গলে
শ্রবণ শক্তি দাও প্রভূ আর বুঝার ভাষা
গাছেদের সাথে, পাতাদের সাথে
পশু এবং পাখীদের সাথে সখ্যতা করে দাও প্রভূ।
ঘুম তুলে নাও প্রভূ, তুলে নাও ক্ষুধা
দেখতে চাই দিনের আলো আর মাখতে চাই জোৎস্না।
ক্লান্তি দিও প্রভূ ভ্রান্তি নয়, ইহকাল দিও প্রভূ পরকাল নয়
স্বর্গ, নরকে আমার বিশেষ আগ্রহ নেই প্রভূ
বিনিময়ে তুমি একটা কিছু দিতে পারো কিংবা কোনটাই নয়।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫
বাকপ্রবাস বলেছেন: শিরোনাম দিতে চেয়েছিলাম প্রার্থনা
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
আরোগ্য বলেছেন: হাবিব ভাই, হতাশ নাকি?
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫
বাকপ্রবাস বলেছেন: হতাশ নই, মানুষ হিসেবে গম লাগছেনা।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সাগর শরীফ বলেছেন: সকালে উঠিয়া আমি মনে মনে বলি মনে পড়ে গেল।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা সারাদিন আমি উল্টাপাল্টা চলি
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার কি মানুষ না থাকার খুব ইচ্ছে!
ফাজলামি বাদ দিয়ে আসেন একসাথে বলি,
আমি জান্নাত চাই নাহি
নাহি চাই জাহান্নাম, যদি পাই
তোমায় প্রভু
তুষ্ট আমি তাতেই রবো,
যদি নিয়ে যাও জাহান্নামে
তোমার সাথেই সেথায় যাবো
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
বাকপ্রবাস বলেছেন: প্রভূকে আমার ভাল লাগেনা, জানিনা, বুঝিনা তাকে আর কী ভাল লাগবে। তার চাইতে প্রকৃতি ভাল লাগে বেশী
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
হাবিব বলেছেন:
১ম লাইনঃ আমার সব পাপ মুছে দাও প্রভু। এই প্রার্থনা আল্লাহ কবুল করেন তওবার মাধ্যমে।
২য় ও ৩য় লাইনঃ অশিক্ষা তুলে নেওয়ার প্রার্থনা ঠিক আছে তবে ক্রোধ ,কাম, দ্বেষ- বিদ্বেষ, অন্ন তুলে নিলে আপনি ফেরেশতা হয়ে যাবেন। মানুষ হিসেবে বাঁচতে চাইলে সবগুলোই আপনার মধ্যে থাকতে হবে। এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমেই একজন মানুষ অনন্য হয়ে উঠে। বস্ত্র বাসস্থান ছাড়া থাকার চিন্তা করাটা বা এর জন্য প্রার্থনা করা ঠিক নয়।
৪র্থ, ৫ম, ৬ষ্ঠ লাইনঃ আবেগের প্রার্থনা, আসলে কবি রূপক অর্থে এগুলোর উপমা টেনেছেন মনে হয়। এই পাপ পঙ্কিল পৃথিবীর মাঝে থাকার চাইতে পাখি কিংবা গাছেদের সাথে সখ্যতা অনেক ভালো।
৮ম ও ১১ তম লাইনঃ আমার কাছে পরস্পর বিরোধী প্রার্থনা মনে হয়েছে। একমাত্র জান্নাতে গেলেই ক্ষুধা ও ঘুম থাকবে না। কিন্তু আপনি ৮ম লাইনে ক্ষুধা ও ঘুম তুলে নেওয়ার প্রার্থনা কওে বলেছেন জান্নাত বা জাহান্নামে বিশেষ আগ্রহ নেই!
৯ম লাইনঃ প্রার্থনা ঠিক আছে।
১০ লাইনঃ ক্লান্তি দিও ভ্রান্তি নয়; আপনার কথার সাথে একদম একমত। শেষের কথা ইহকাল দিও প্রভু পরকাল নয়; প্রার্থনা টা মনে হয় ঠিক হয়নি। কারন আমরা দোয়া করি "রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাউ ওয়া ফিল আখিরাতি হাসানাহ-- " যার অর্থ হে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যান দান কর আখিরাতেও।
শেষের লাইনঃ "বিনিময়ে তুমি একটা কিছু দিতে পারো ---" আমরা প্রভুর কাছে শুধুমাত্র ভালটাই চাইবো। মন্দটা নয়।
বেশি বলে ফেললাম। মাফ করবেন। আসলে আমি সব কিছু বাস্তবতার নিরিখে চিন্তা করি তো তাই আমার এরকম টা মনে হয়েছে। আমি যদি ভুল বুঝে থাকি তাহলে প্লীজ শুধরে দিয়েন। আপরাধ মার্জনীয়।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: স্বর্গ নরকের প্রতি আমার আগ্রহ নাই, তেমন আগ্রহ নাই প্রভূর প্রতিও। আমার যেটা ভাল লাগে সেটাই চাই এখন, পরে যা হবার হবে, বিনিময়ে নরক দিক তখন দেখা যাবে
৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: এমন কবিতাই
দিয়ে যেও কবি
প্রতিদিন উপহার।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও খুব ধন্যবাদ বাবু ভাই
৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: প্রভু দয়াময়
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: অবশ্যই, না হলে দিন দুনিয়ায় কেবল আগুণ জ্বলত
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
সাগর শরীফ বলেছেন: সারাদিন আমি উল্টাপাল্টা চলি
এরকম কতভাবে যে কবিতাটার ব্যবচ্ছেদ করেছি ছোটবেলায়।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: হা হা আমার বড় বেলায় ঘোড়া রোগ এখন
৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: এমন কবিতা গুলো দেখে নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয় । কবিতা খুবই ভালো হয়েছে ।
শুভকামনা প্রিয় প্রবাসী ভাইকে ।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
বাকপ্রবাস বলেছেন: কথাটা সত্য। নিসঙ্গতা আমাকে উল্টাপাল্টা ভাবাচ্ছে
১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
পারমানবিক যুদ্ধ হলে, আপনার আশাগুলো পুর্ণ হবে।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ বলেছেন
১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাই আমার নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর। মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ছেড়ে- বইয়ের পাতা ধর।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা নেশার আছে ভাল আর মন্দ
কিছু নেশা সুভাস ছড়ায়
কিছু ছড়ায় গন্ধ
১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,
অলীক ভাবনাই বটে !
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
বাকপ্রবাস বলেছেন: জ্বি ভাইযান। এমন ছন্নছাড়া পোষ্ট এর আপনার মন্তব্য পেয়ে ভালই লাগল। আপনাকে দেখি সিরিয়াস কবিতায় কমেন্ট করেন।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
ল বলেছেন: আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,
অলীক ভাবনাই বটে ! সত্যি কথা বলতে কি পৃথিবীতে যে সব জিনিস আমাদের মনের আঁধার ঘুচিয়ে দিতে পারে, আমাদের মনে শান্তির কপোত উড়াতে পারে সেই সব জিনিসের জন্য পয়সা খরচ করতে হয়না। যেমন একটা শিশুর মনোমুগ্ধকর হাসি, সকালে সূর্যের আলো, ফুলের মনমাতানো রুপ, সূর্যাস্তের দৃশ্য, প্রিয় বা প্রিয়ার আন্তরিক আহ্বান, বন্ধুর সাথে ফোনালাপ ইত্যাদি।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
বাকপ্রবাস বলেছেন: হুম, খোদা এতো কিছু দিয়েছেন বিনে পয়সায় তবুও আমরা পয়সা খরচ করেই শান্তি খুঁজি
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
জাহিদ অনিক বলেছেন:
হুম ! এমন কিছু চাই একটা--- অলীক ভাবনাই ঠিক আছে।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৫১
বাকপ্রবাস বলেছেন: সৃষ্টি কর্তার একট বিষয় আমার কাছে দ্বান্দিক মনে হয়, সেটা হল, তাকে ভালবাসতে বলে, আবার ভাল না বাসলে নরকের ভয়ও দেখায়, ভয় দিয়ে কী ভালবাসা পাওয়া যায়?
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:১২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন নীলপরি
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: একটি নিষ্পাপ প্রার্থণা সঙ্গীত!
হৃদয়ঙ্গম করলাম।