নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার রাজীব নুর ভাই এর view this link চাঁদগাজী এবং অন্যান্য ব্লগারগন পোষ্ট এ কমেন্ট করতে গিয়ে এই গল্পটা লেখা, কমেন্ট বক্সে লিখে এন্টার না চেপে কাট করে আমি নতুন পোষ্ট করলাম। ভাবলাম গল্প হয়ে গেল বোধয়। কৃতজ্ঞতা রাজীব নুর ভাইকে।
গন্তব্য
মানুষ চিনিনা আমি, কিছুটা বুঝি। চেনা হয়না আমার এই মানুষ এটা, এই নাম ওনার এসব আমাকে দিয়ে হয়না, আমি পারিনা, আমি ভুলে যাই নিক নাম দেখে তার চেহারা মেলাতে কিংবা ছদ্ম নিক হলে সে কী ভাই নাকি বোন আমি দ্বন্দে পড়ে যাই। এমনসব দন্দ্ব নিয়ে আমার পথ চলা। আমি যখন একা পথ চলি এমন হাজারো দ্বন্দ আমাকে ঘিরে ধরে। আমি পথ ভুলে যাই, আমি গন্তব্য ভুলে যাই। ভয় হয় জীবনানন্দ এর কথা ভেবে। হয়তো এমনসব চিন্তা, দ্বন্দ, ভাবনা আর বোধ এর জগতে ঢুকে গিয়ে পড়ে গেছিলেন ট্রাম এর সামনে।
চলতি পথে হঠাৎ ডাক পড়ল বাকপ্রবাস ভাই বলে। ফিরে তাকালাম। এক লম্বা চৌড়া নিপাট ভদ্রলোক লুঙ্গি টিশার্ট আর কোমরে গামছা পেঁচিয়ে আম বিক্রি করছে। তাকালাম ওনার দিকে, হুম আমাকেই ডাকছে। কিন্তু আমিতো আম কিনতে চাইনি, আমাকে কেন ডাকল? শংকার সাথে ঠোঁট কোনে হাসি নিয়ে গিয়ে পাশে দাঁড়ালাম।
কেমন আছেন? কী করছি এখন? ইত্যাদি কূশলাদি জিজ্ঞেস করছিল কিন্তু আমি উত্তর দিয়ে চলেছি তখনো জানা হয়নি ভদ্রলোক কে? শেষ পর্যন্ত প্রশ্নটা করতেই হলো।
"জ্বি আমি রাজিব নুর."
সাথেসাথে বুকে জড়িয়ে ধরলাম। আমার আর কোন সন্দেহ রইলনা এই কাজটা ওনাকে দিয়ে সম্ভব। বললেন এই নিন ভাই আম নিয়ে যান, বলেই ভাল আমটা বাছাই করতে লাগলেন। আমি বললাম না ভাই এখন আম নিবনা, একটা কাজে বের হলাম, হাতে আম থাকলে কাজের সমস্যা হবে। নূর ভাই বললেন, সমস্যা নেই। আম কেটে দিচ্ছি, খেয়ে যান।
দুইজনই আম খেলাম, এরই ফাঁকে দু'এক কেজি বিক্রিও করে ফেললেন। নূরভাই যেভাবে আমের বর্ণনা দিচ্ছিলেন কাষ্টমারদেরকে, না কিনে উপায় নেই। এমন গ্যারান্টি দিচ্ছিলেন যে, বাসায় গিয়ে যদি আম মিষ্টি না থাকে তাহলে রিটার্ন নিয়ে আসলে টাকা ফেরত এবং সেই আমটাই গিফ্ট হিসেবে থাকবে।
আমরা আম খেলাম। বোতলের পানিতে হাতও ধুলাম। আমটা আসলেই মিষ্টি ছিল। আমার মনে তখনো কিন্তুটা রয়ে গেল। নিশ্চয় কোন হেতু আছে। প্রশ্নটা করেই ফেললাম।
"হুম, এটা একটা ক্যাম্পেইন।" এই ক্যাম্পেইন এর বৈশিষ্ট্য হল কাজকে কাজ ভাবতে হবে, যে কাজে কোন ঠকবাজি নেই, অন্যায় নেই এবং উপার্জন হয় সেটাই কাজ। তার কোন ছোট বড় নেই। আমাদের একটা সংগঠন আছে। আমরা যেসব শিক্ষিত বেকার আছে তাদেরকে জড় করে এভাবে ক্যাম্পেইন করে দেখিয়ে দিইযে, তুমি কিছু একটা নিয়ে শুরু করে দাও। চাকরী হবে, পাবো, পাবোনা এসব করে করে যখন কিছুই হচ্ছেনা, কম পুঁজিতে তুমি একটা কিছু শুরু করে দাও। তোমার যেহেতু যোগ্যতা আছে তুমি এখানে পরে থাকবেনা, তুমি উপরে উঠে যাবেই, তবে কম পুঁজিতে একটা কিছু শুরু করে দাও। শুরুটা হোক।
এই যে দেখছেন পাশে দাঁড়ানো ছেলেটা আর ওই ওইযে নীল টি শার্ট পরা ওরা আমাদের নুতন সদস্য। ওরা দেখতে আসল আমার আম বেঁচা। ওরা সারদিন আজকে আমাকে অবজার্ভ করবে। আমি কিভাবে আম বিক্রি করছি। কিভাবে কাষ্টমার ডিল করছি। সারাদিন কতো বিক্রি হলো ইত্যাদি এসব চুলচেরা বিশ্লেষণ হবে। তারপর ওরা নিজেদের সিদ্ধান্ত নেবে ওরা কী কররবে। কিভাবে করবে সেই শিক্ষাটাতো পেয়ে গেলো আমার আম বিক্রি থেকে।
আমি বিদায় নিয়ে গন্তব্যের পথে। কিন্তু আমার গন্তব্য ঘুরে গেছে সেই আম খাবার পর থেকে। চাকরীর ইন্টারভিওটা আর দিতে গেলামনা। দীর্ঘ বার বছর প্রবাস থেকে খালি হাতে এসে এখন খুঁজতে হচ্ছে চাকরী। সংসার চালাতে হবে উপায়তো নেই। না, ধরাধরি করে চাকরী আর করবনা। ব্যাবসাই করবো। রাজবী নূর ভাই চোখ খুলে দিয়েছে। সারা জীবন চাকরী করে চেষ্টাতো কম করলামনা, দাঁড়াতে তো আর পারলামনা, স্থিতি হলোনা। এবার ফেরী করে বেড়াই কিছুদিন। দেখা যাক কী হয়।
কী দিয়ে শুরু করব? সিজনাল ফল নাকি অন্য কিছু? লোকে যে যাই বলুক আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। একটা ভেনগাড়ী হবে এবং ফাষ্টফুড আইটেম। অপিষ পাড়ায় সকালে এবং দুপুরে এটার চাহিদা ব্যাপক। আর আমার যেহেতু এসবে অভিজ্ঞতা আছে তাই ভয় বা রিস্কটাও কম। যেটা ঝারতে হবে সেটা হলো লোক লজ্বা। নুর ভাইতো দেখিয়েই দিল কাজে সততা ও মিথ্যার আশ্রয় না থাকলে এবং সেটা থেকে উপার্জন হলে সেটাই কাজ। তার কোন ছোট বা বড় নেই, লজ্বা বা অসম্যান নেই।
আমি চললাম................
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: আপনাকেতো ঝালমুড়ি খাইয়ে দিলেন নুর ভাই, আমি ফাষ্টফুড নিয়ে আসলাম প্রথমটা ফ্রি দেব, পরের বার কিনে খাবেন
২| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪
সাাজ্জাাদ বলেছেন: ক্ষুদ্র ব্যাবসার চল বেশি। আন্ডারগ্রাউনড বিজনেস।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: ক্ষুদ ব্যবসা নিজে চালনা করতে পারলে ভাল বিনিফিট, টেনশন কম
৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
নীল আকাশ বলেছেন: আমার বাড়ি দিনাজপুরে, চাইলে আপনাদের আমের আড়তদারদের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। সিজেনাল ফলের ব্যবসাতেই থাকেন, আপনারও লাভ হবে আর আমরা সবাই ভাল ভাল ফল খেতে পারব! রাজিব ভাইয়ের লাইনেই থাকেন! ফাস্টফুড ব্যবসায় ধরা খাবার চান্স বেশি। মাঝে মাঝে ব্যাব না কে যেন খোজ খবর নেয়, কি থেকে শেষে কি হয়ে যাবে......
আপনার নতুন ব্যবসায় উত্তরাত্তর মংগল কামনায়......
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: আপনি ব্যবসাতে ভাল করবেন, ব্যবসা থেকে ব্যবসা বের করে ফেললেন, ঘরে বসে আম সাপ্লাই দিবেন আর আমি বিক্রি করব। বুদ্ধি খারাপনা
৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১
শোভ বলেছেন: ভাল লাগল পড়ে বেশ মজা পেলাম , যে কয়জন ব্লাগারের লিখা আমাকে মুগ্ধ করে তাদের মধ্যে রাজীব নুর ও চাঁদগাজী অন্যতম । কিন্তু মন্তব্যের বেলায় চাঁদগাজী আলপিন দিয়ে আলত খোচা মারে ।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: হুম ওনি মাঝেমাঝে প্রবল খোঁচান, ভালোও লাগে কমেন্টগুলো। আপনাকে খুব করে ধন্যবাদ কিন্তু
৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমিও আপনাদের সাথে ব্যবসাতে যোগ দিব....
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
বাকপ্রবাস বলেছেন: কী বেচবেন? সনপাপড়ি নাকি কটকটি?
৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যেই কামে লাগাবেন, তাই করমু। ঘর ঝাড়ু দেয়া, বাসন মাজা...
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: কামে লাগানো ব্যাবসটা পলিসিতো এটা না, এটা হইল নিজেই করতে হইব, যেটাই করেন। ওয়ান ম্যান সার্ভিস
৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
চোরাবালি- বলেছেন: কুমিল্লাতে লুচি আর চাপের রমরমা ব্যবসায় চলছে, ৬০টা প্লেট, দুটি লুচি, একটা চাপ, টাকা অগ্রীম দিয়ে খেতে হয়। খেতেও দারুন।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: ওইখানে দোকান দেয়া কষ্টলি, আমার ভেনগাড়ী যদি চালাইয়া যাওন যায় তাইলে হইতে পারে
৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮
টিয়া রহমান বলেছেন: ভাইয়া আপনাদের ব্যবসার উন্নতি হোক
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
বাকপ্রবাস বলেছেন: টিয়া পাখীরা ভিজিট করলেই ব্যবসা জমে যাবে। ধন্যবাদ রইল কিন্তু
৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোই রম্য করলেন আপনারা উভয়ে মিলে।
ধন্যবাদ বাকপ্রবাস ও রাজীব ভাই, বিনোদনের
খোরাক যোগানের জন্য।
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
বাকপ্রবাস বলেছেন: বড় ভাই ধন্যবাদ রইল কিন্তু
১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
নীল আকাশ বলেছেন: এটা কি আপনি? নাম তো এক দেখি! আপনার কয়েক টা ছড়াও দেখি ওখানে? ঘটনা কি ????????????
http://www.newsatbd.net/blog/blogdetail/bloglist/1875/sahabib
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
বাকপ্রবাস বলেছেন: হুম, ওখানে লিখি প্রথম থেকেই
১১| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
হাবিব বলেছেন: তোমরা উভয়ে আমাকে রেখে এতো রম্য করিলে আমাকে একবারও মনে করিলে না। আমি না তোমার মিতা হই!
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
বাকপ্রবাস বলেছেন: হো হো হো যাহাই আমি তাহাই আপনি কথাতো একই
১২| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: "সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার "।
[সূরা আল বাক্বারাহ, আয়াত নং ১৭৭]
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮
বাকপ্রবাস বলেছেন: মোক্ষম জবাবটাই দিয়েছেন, আমার ইদানিংকালের ঈমান আমলের অবস্থা খুবই খারাপ তবে এমনটা বেশীদিন থাকবেনা আশা করি, ঘুরেফিরে আল্লাহ কাছেইতো যেতে হবে
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
রাজিব নুরের ফ্যানটাসি
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঠিক তায়, ওনার ফ্যানটাসি ভর করেছে আমারও
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
আরোগ্য বলেছেন: হাবিব ভাই ও রাজীব ভাইকে স্যালুট।
আমি কিন্তু চার পাঁচ ধরণের বিরিয়ানী রান্না করতে পারি।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১২
বাকপ্রবাস বলেছেন: তাহলে আর চিন্তা কী, নেমে পড়েন, আমি কেপসা বানিয়ে সেটাকে ছয়ে নিয়ে যাব
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: নূর ভাইয়ের কাছে আমওয়ালারা গ্যারান্টি দিয়ে আম বিক্রি করেও ঠকিয়েছে।
নূর ভাই এই ব্যবসা শুরু করলে কাউকে গ্যারান্টি দেবেন বলে মনে হচ্ছে না।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৪
বাকপ্রবাস বলেছেন: নুর ভাই গ্যারান্টি দিলে সেটা গ্যারান্টি শতভাগ। ভয় হল আমের গ্যারান্টি দিয়ে না জানি আবার পেয়ারা ধরিয়ে দেন। লম্বা একটা লেকচার দিয়ে বুঝিয়েও দেবেন যে যাহাই আম তাহায় পেয়ারা।
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
হাবিব বলেছেন:
সূরা বাকারার ১৭৭ নং আয়াত ভাবার্থ (পদ্যানুবাদ)
.............................................................
পূর্বে কিংবা পশ্চিমেতে
যতই ফিরাও মুখ,
যতই বলো সৎকর্ম
চিত্তে মাখো সুখ।
ইহার চেয়ে বড় আমল
বলছি শুনো ডেকে,
চলতে যদি পারো তুমি
রবে ঈমান রেখে।
কিয়ামতে উঠতে হবে
যদি তাহা মানো,
ফেরেশতাগন সত্য সবাই
নবী রাসুল জানো।
ধন স¤পদ ব্যয় করিবে
প্রভুর ভালোবাসায়,
এতিম স্বজন মিসকিন যত
মুসাফিরে দয়ায়।
নিঃস্ব জনে দান করিও
সৎ ঈমানের দায়ে,
সম্পদ আরো খরচ করো
দাসমুক্তির ব্যয়ে।
সমাজেতে নামাজ জারী
যাকাতে হও সোচ্চার,
ওয়াদা সব পূর্ণ করো
আল কোরানের হুঁশিয়ার।
রোগে শোকে থাকো যদি
ঈমান রাখো আলাহকে,
অভাব কিংবা প্রয়োজনে
জিহাদ করো ধৈর্য্য রেখে।
প্রভুর বাণী মেনে নিয়ে
থাকো তুমি সত্যাশ্রয়ে,
আলাহকে স্মরণ রাখো
ডাকো তারে সদা ভয়ে।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৭
বাকপ্রবাস বলেছেন: খুুব খুব খুব সুন্দর। ব্লগার ফাতেমা মরিয়ম (সামুতে লেখেননা) তবে ওনি কাজটা করতেন, কোরানের সুরা ও আয়াতের উপর পদ্যনুবাদ
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬
নীলপরি বলেছেন: দারুণ
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু
১৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৫
বাকপ্রবাস বলেছেন: খুুবই ধন্যবাদ নেবেন আপু
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালইতো জমছে। আম যেনো আবার পঁচা না পরে।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৬
বাকপ্রবাস বলেছেন: রাজীব ভাই পঁচা দেবেনা সেটা শিউর, পঁচা থাকলে ওনি বলে দেবেন এতো পার্সেন্ট পঁচা তার জন্য এতো পার্সেন্ট ডিসকাউন্ট
২০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮
ল বলেছেন: দারুণ
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন পুরোদমে কিন্তু
২১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
ব্লগে এসেছি কিন্তু রাজিব ভাইকে চোখে পড়েনি; এমন ঘটনা ঘটেনি। উনার পোস্ট পড়ে উনার সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। বেশ ভালোমনের মানুষ উনি। উপরওয়ালা উনারে ভালো রাখুক।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: হুম, উনির স্বচ্ছ, প্রেরণা দায়ক, ভাবুক একজন মানুষ, চরিত্রটা আমার খুব ভাল লাগে
২২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ঢাকার বেচারাম দেওরী ক্যামিক্যাল বাজার হতে ফর্মালিন কিনতে ভুলবেন না ।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জাতি আপনার কাছে চির কৃতজ্ঞ
২৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: গরু কিনবেন আর বালতি কিনবেন না, তা কি হয় ? ঢাকায় বেচারাম দেওরী ক্যামিক্যাল বাজার, আজিমপুর হতে রিক্সা ভাড়া নেবে ৫০-৭০ টাকা । আপনার কাজ হয়ে যাবে ।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
বাকপ্রবাস বলেছেন: ফর্মালিনে, ফর্মালিন মিক্স থাকবেনাতো?
২৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: , বাহ ! বাহ ! চলুক এভাবে ছোটখাটো ব্যবসা । ব্যবসার পথপ্রদর্শক হিসেবে নূর ভাই কিন্তু বেশ পেটেন্ট পেয়ে কোটি টাকার মালিক হয়ে যাবেন । হা হা হা ।
শুভ কামনা ব্লগের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ীকে ।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪
বাকপ্রবাস বলেছেন: নুর ভাই এই ব্যবসাতে বেশীদিন লাষ্টিং করবেননা, আরেকটা ভাব জগতে ডুব দিলে ব্যাবসা উড়াল দেবে আকাশে হা হা হা
২৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২
তারেক_মাহমুদ বলেছেন: আমিও ভাবছি ছুটির দুইদিন কি ব্যবসা করা যায়, আমি ভাল ঝালমুড়ি বানাতে পারি, ভাবছি ঝালমুড়ির ব্যবসা করবো।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭
বাকপ্রবাস বলেছেন: ঝালমুড়ি ভাল হবে, ছুটির দিনে পার্কে কিংবা এমন কোন জায়গায় এমনভাবে বিক্রি করতে হবে যেন এটা একটা ওয়ার্লড ক্লাস ব্র্যান্ডেড। পরিবেশন করতে হবে ওনাটাইম কাগজে প্লেইট টাইপ কিছুতে, প্যাকেট করাও থাকতে পারে, আধুনি শোভা বর্ধক উপকরণগুলো থাকলে সেটার মান বেড়ে যাবে, এবং লোকে ভাববে একটা কিছু কিনে খাচ্ছি যেটা মানসম্মত।
২৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঝালমুড়ির ব্যবসায় মুড়ি সাপ্লাই দিয়েও কোটি টাকা মুনাফা লাভ করা যায়। বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ এই ব্যবসা করে। দিনে ১০ কেজি করে মুড়ি লাগলে ১০ লক্ষ কেজি বা ১০০ টন মুড়ি লাগে, মাসে ৩০০০ টন! বছরে ৩৬,০০০ টন।
এখন, প্রতি টনে যদি ৫০০০ টাকা লাভ আসে, তাহলে কত দাঁড়ালো? ১,৮০,০০০,০০০ টাকা!!!
আপনি যদি এই চাহিদার ২০%-ও পূরণ করতে পারেন, তাহলে কোটি টাকার মালিক হতে ৪ বছরও লাগবে না!
@ তারেক_মাহমুদ ভাই।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২
বাকপ্রবাস বলেছেন: মুড়ির ব্যবসাটা মন্দ নয়, রমজানের আগে প্রবাসেও চাহিদা থাকে, সিজনাল ব্যাবসা হিসেবে প্রবাসেও করা যায় এই ব্যবাসাটা
২৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই রম্য বেশ মজা হয়েছে। কিন্তু রাজীব নূর কোন দিন এসব আম, কাঠাল বিক্রি করতে পারবেনা।
লজ্জা নামক শব্দটা জড়িয়ে ধরবে তাকে।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
বাকপ্রবাস বলেছেন: আমার ধারণা ওনি পারবেন, ওনাকে সবাই একটা খুঁচিয়ে উৎসাহ দিলেই ওনি কাজটা করে ফেলবেন বলে আমার মনে হয়।
২৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
ঢাকার লোক বলেছেন: কিছুদিন আগে এই ব্লগেই দেখেছিলাম কে যেন তার বন্ধুর কথা লিখেছিলেন, যিনি ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতেন ঝালমুড়ি বেচে, এখন স্পেনে এক বিশ্ব জুড়ে ব্যবসা সফল এক কোম্পানির মালিক ! সততার সাথে করলে কোনো কাজকে ছোট করে দেখার অবকাশ নেই !!
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৭
বাকপ্রবাস বলেছেন: হুম ঠিক তায়
২৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুন লিখেছেন জনাব। শুভ কামনা রইলো।
২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:১১
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও খুব করে ধন্যবাদ
৩০| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: আশাকরি, আপনাদের এসব আইডিয়া গুলো পড়ে যদি এখানে কেউ কর্মহীন বেকার থাকেন, তবে তিনি বা তারা কিছু একটা করার অনুপ্রেরণা পাবেন।
১২ এবং ১৬ নং মন্তব্যদুটো ভাল লেগেছে।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: ভালই চলছে খেলা-খেলি......... আমি বাড়ি যাই বেলা-বেলি.........