নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছেলেটা প্রেম জানেনা
পারেনা সে মন দিতে
যতই তাকে ইনিয়ে বলি
হাসে বোকার ভঙ্গিতে।
এই ছেলেটা এমন কেন
কেমন যেন এলোমেলো
হাতের নাগাল দিলাম তাকে
হাত ছোলনা হেঁটেই গেলো।
অনেক কথা চলতে গিয়ে
আকাশ পাতাল লতা পাতা
সেই ছেলেটা কাব্য লিখে
ভরিয়ে রাখে ডায়রীর পাতা।
এই ছেলেটা মাকাল ফল
বোঝেনা সে নারীর মন
যতই হাসুক বুক চিড়ে যাক
আড়ি এবার রইল পণ।
২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪
বাকপ্রবাস বলেছেন: আমিই
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি দেখেই সন্দেহ হয়েছে আপনি হতে পারেন।
৩য় পারার ১ম লাইনে কথা চলত< বলতে গিয়ে হবে ?
আহা কিছু ছেলে লাজুকলতা
যেন লজ্জাবতীল পাতা।
২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০
বাকপ্রবাস বলেছেন: চলতে চলতে কথা বলা অর্থে লিখেছি চলতে গিয়ে, অনেক দূর চলার পথ তবুও হাত না ধরার আক্ষেপ অর্থে ............
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: ছেলেটি প্রেম জানে না হা হা হা । তাহলে তো বলতে হয় বোকার প্রেম ।
বেশ হয়েছে সুন্দর আউটলুকে প্রবাসী ভাইকে শুভকামনা ।
২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা এজন্যইতো মাকাল ফল
৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: ছেলেটার জন্য শুভ কামনা।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
আরোগ্য বলেছেন: এই ছেলেটা মন্দ নয়, মেয়েদের সাথে দ্বন্দ্ব নয়।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বাকপ্রবাস বলেছেন: এই ছেলেটা তেমন নয়
মেয়েরা তায় ভাল কয়
৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই ছেলেরা সব পারে। এই ছেলেটাও সব পাবে। এই ছেলেরা ই জয় করে। এই ছেলেটাও করবে
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: মামুন ভাইয়ের দোয়া কবুল হোক বাসনা
মামুন ভাইয়ের কল্যাণ হোক সেটাই কামনা
৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগা কাব্যতে
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবার রইল কিন্তু
৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
সূর্যালোক । বলেছেন: অনেক সুন্দর হয়েছে । বোকা হলেও কবিতা লিখতে জানে
নতুন পোস্ট করলাম । আপনার কিছু মন্তব্য দেখেছি খুব ভালো লেগেছিলো । আমার পোস্টটি পড়ার জন্য অনুরোধ রেখে যাচ্ছি ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: আপনি ভাল লেখেন, গতরাতে আপনার ব্লগে গিয়েছিলাম, সারা দিনের পরিশ্রমে চোখে ঘোল দেখছিলাম তায় কমেন্ট করা হয়নি, সব লেখা একফাঁকে পড়ে নেব ইনশাআল্লাহ
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন: সুন্দর কবিতা ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানেবন মাহমুদ ভাই
১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
হাবিব বলেছেন:
আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
প্রতিদিন ব্লগে এসে ভালোবাসা দিবে!
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা জীবননান্দের জননী এই কমেন্ট পাইলে গদাম দিত দুইজনরেই
১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২১
মুক্তা নীল বলেছেন: মাঝে মাঝে আড়ি দেয়া ভালো, এতে মনেরও টান বাড়ে। সুন্দর কবিতা। ওহ্ হে, আপনার হাসি মোটেও বোকা বোকা না। শুভকামনা সহ শুভরাত্রি।
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮
বাকপ্রবাস বলেছেন: বউ ফেইসবুক থেইকা প্রথম চার লাইন কপি মাইরা আমার ইমোতে দিয়া জিগাইল এইডা কী হাছা কথা? আমি কইলাম কইতাম হারিনা, লেখতে মন চাইল লেখলাম।
---
আপনাকে ধন্যবাদ রইল কিন্তু
১২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮
আখেনাটেন বলেছেন: ছেলেকে দেখে তো মনে হচ্ছে সেয়ানা।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৫৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা না, আসলেই বোকা
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
বিজন রয় বলেছেন: তো ছবির ছেলেটা কে??