নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

প্রিয় নক্ষত্র, খোলা চিঠি তোমার কাছে।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬



প্রিয় নায়ক ম্যাশ। আহত হলাম। আপনাকে অনেক পছন্দ করতাম শুধু খেলার জন্য নয়। একদিন আপনি একটা কথা বলেছিলেন আমার মনে গেঁথে আছে। অনেক গভীর থেকে আসা কথাটায় আপনাকে মনের আকাশে একজন অনন্য উজ্বল নক্ষত্র হিসেবেই দেখে আসছিলাম মনের মণিকৌটায়। সবাই যখন ক্রিকেট পাগল হয়ে আপনাদের নায়ক মহানায়ক বানিয়ে মাথায় তুলে নাচতে শুরু করল আপনি বলেছিলেন এমনটা আমাদের প্রাপ্য নয়, আমরা দেশের জন্য শুধুমাত্র খেলছিমাত্র। দেশের জন্য আন্য আরো অনেকে পরিশ্রম করে যাচ্ছেন। খেলাকে এতো উপরে উঠানো উচিত নয়। সম্ভবত উদাহরণ দিতে গিয়ে আপনি পোষাক শ্রমিকদের কথা বলেছিলেন। এইযে নিজেকে অতিমানব না ভাবা এবং সরলতা ও বিচক্ষণতা এবং দেশপ্রেম সব মিলিয়ে আপনাকে আমি অনেক ব্যতিক্রম একজন হিসেবেই ভাবতাম। রাজনীতির লোভটা সামলাতে পারলেননা এখানেই এসে আমার সেই মনো নক্ষত্র এর পতন হয়ে গেল।

দেশে এমন কোন লোক ছিলনা আপনাকে পছন্দ করতনা, করেনা না বলে আমি করতনা বলছি এই কারণেই যে, রাজনীতির জার্সি গায়ে দেয়ার সাথে সাথে আপনি বিভক্ত হয়ে গেলেন রাজনীতি বিচারে। আর আমার অভিব্যাক্তি হলো আপনি স্বাভাবিক সময়ে স্বাভাবিক রাজনীতিতে আসেননি। আপানি এসেছেন এমন একটা সময়ে যখন একটা দল বা সরকার তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখিন, যারা উন্নয়নের জোয়ার তুলে মানুষকে ভোলাতে চায়, শেয়ার লুট, ব্যাংক লুট, ইলায়াস আলীদের মতো হাজার হাজার গুম, সাগর রুণির মতো হাজার হাজার হত্যার দায়ে প্রশ্নের সম্মুখীন। আরো একটা বিশেষ শব্দ ইচ্ছে করে ব্যাবহার করলামনা কেননা সময় স্বাভাবিক নয়, আমার মতো সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় এবং যাদেরকে প্রতিনিয়ত মানুষ ভয় পাচ্ছে আপনি সেই পালে হাওয়া দিচ্ছেন এখানেই আমার নক্ষত্রের পতন।

আপনি এই পালে হাওয়াটা এই দুঃশাসন এর আগের টার্মে কিংবা ভবিষ্যতে স্বাভাবিক হলে তখন আসলে নক্ষত্র তার স্থানচ্যুতি হতোনা সেটা নিশ্চিত। অনেকেই বলছেন নতুনরা আসুক, ভালরা আসুক, রাজনীতি পরিবর্তন হোক। কিন্তু সমস্যা হল সেই পালের অনেক ভালদেরকেইতো তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয়া হচ্ছে, আপনার ভাল ইমেজটা কেটে গেলে আপনাকে ছুড়ে ফেলবেনা তার নিশ্চয়তাও কোথায়! আজকে আপনাকে লাগছে একটা চমক দেখাবে বলে, আমরা চমকিতও হলাম! ইতিমধ্যে আপনার পক্ষে বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে গেছে পুরো জাতি। আপনি আর সবার রইলেননা। যারা বলছে ভাল লোক রাজনীতিতে আসা প্রয়োজন কিন্তু এসবতো আবেগি গদবাঁধা কথা, রাজনীতির মতো বিশাল এক প্লাটফর্মে আসারওতো একটা প্রস্তুতি প্রয়োজন, আপনার ইচ্ছা, দর্শন, কী করতে চান, কী বার্তা নিয়ে আসলেন? কী কী পরিবর্তন করতে ইচ্ছুক কিভাবে করতে চান ইত্যাদি এসব বিষয়ে হোম ওয়ার্ক ছাড়ায় নেমে পড়া এটা অন্য সবাই করে, আপনি সেই তথাকথিত পথে আসলে আর ব্যাতিক্রম রইল কোথায়? লোকাল উন্নয়ন, সাহায্য সহযোগিতা যেটা এলাকা কেন্দ্রিক সেটা রাজনীতি না করলেও করা যায় এবং মানুষ উপক্রিত হয়। ইলিয়াস কাঞ্চন অনেক মহৎ কাজ করেও তার মূল্যায়ন হয়না উল্টো হুমকি খায়। রাজনীতিতে না আসাতে তাকে কেউ ভাল না বাসতে পারে অশ্রদ্ধা বা ঘৃণা করবেনা।

অনেকে বলতে চায় রাজনীতি বদলানোর জন্য আপনাদের প্রয়োজন, কিন্তু এসবতো ঠুনকো জবাব, বদলানোর লক্ষণতো প্রথমেই দেখলাম কোন পালে হাওয়া দিলেন, যে পাল বৈধতা খুঁজে ফেরে সারাক্ষণ। এবার আসা যাক দুই কদম সামনে এগোয়, বর্তমান নির্বাচনে ব্যালট ছিনতায়, কেন্দ্রে আসতে না দেয়া, জাল ভোট হওয়া এসব যখন হবে তখন আপনার কী অবস্থান হবে? আপনিতো একটা দল থেকে মনোনয়ন নিচ্ছেন সেই দলের সমর্থক এবং কর্মীরা যখন এসব করবে তার দায়টা কে নেবে? আপনার কাঁধে নিশ্চয়!

পরিশেষে বলি আমি দুঃখিত, আমার নক্ষত্রটার পতন হয়ে গেছে। আপনাকে দেখলে এখন আর বাংলাদেশের ছবি ভেসে উঠবেনা, খেলার ছবি ভেসে উঠবেনা, আপনি পুরো দেশের মানুষের ভালবাসাটাকে নিজ হাতেই বিভক্ত করে নিলেন। আপনার জন্য শুভ কামনা। ভাল থাকুন। সুস্থ্য রাজনীতি করুন।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

মোস্তফা সোহেল বলেছেন: আমার মনে হয় এই মূহুর্তে মাশরাফির রাজনীতিতে আসা উচিত হয়নি।
তবে মাশরাফি এদেশের প্রধানমন্ত্রী হলে মন্দ হবে না।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

বাকপ্রবাস বলেছেন: অনেকেই বলছে এসে ভাল করেছে, কিন্তু এসবতো তথাকথিত আসা, রেডিমেড আসা, ওনার নিজের বক্তব্য কী? কেন আসলেন, কিভাবে কি করতে চান সেটাতো বলেননি, ওনাদের দিয়ে সরকার চমক দেখাতে চায়, জাষ্ট গুটি হিসেবে ব্যবহার হল, নিজের ইমেজ আর মানুষের ভালবাসা বিক্রি করে দিল।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা, ওনার সামনে কি- কোন দলের হয়ে নির্বাচন না করার সুযোগ ছিলো না?

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: ফেইসবুকে এক কবি একটা পোষ্ট করেছেন এমন, আগে রাজনীতি শিখুন তারপর আসুন, মধু খেতে আসবেননা। শুধু এই লেখাটা লিখেছেন, কোন ছবি বা নাম দেননি। আমার ধারনা সেই কবি বা লেখকও আওয়ামি সমর্থক এবং সুস্থ্য সমর্থক। তিনিও এই পোষ্ট দিয়েছেন। এবার বুঝে নিন বার্তাটা।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ও ভাই, ভালো কথা আমি একটা চিঠি গল্প লিখছিলাম, দাওয়াত B-)

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

বাকপ্রবাস বলেছেন: আসবো ইনশোআল্লাহ, আসলে খুব বিজি থাকি তায় লেখা ও পড়া হয়না

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই রাজনীতিতে চোর চোট্টাদের দেখতে অভ্যস্ত,
এখন আমাদের ভালো কেউ নির্বাচনে দাড়াঁবে শুনলেই শুশীলিও গাজালা শুরু হয়ে যায়।
ভাল হোক মন্দ হোক দেশ চালায় ও চালাবে রাজনিতিকরা। এটাই সত্য। ভাল মানুষ রাজনীতিতে আসলে তো দেশেরই মঙ্গল।

মাশরাফিকে স্বাগতম।
মাশরাফি সঠিক স্থানেই গেছে। হুটকরেও আসে নি।
অনেক আগ থেকেই তার আসা নিয়ে সামাজিক মাধ্যমে এমনকি এই ব্লগেই আলোচিত হচ্ছিল,

এলাকার সবাই জানতো সে আসবে নির্বাচনে ।
সে দির্ঘদিন এলাকায় জনসংযোগ করে গেছে। মুক্তিযুদ্ধ পক্ষ তথা আওয়ামীলীগের পক্ষে।
এলাকার প্রায় সবাইকে পার্সন টু পার্সন চেনে। সে স্পষ্টভাবেই মুক্তিযুদ্ধ পক্ষের বলে প্রমানিত হয়েছে।
যুদ্ধাপরাধীদের শাস্তির ব্যাপারেও তার সমর্থন ছিল।
দলছুট আদর্শবিহীন খুনিদের দলে না যেয়ে সে সঠিক দলে স্থান বেছে নিয়েছে।
এখন অযথা কান্নাকাটি করে লাভ নেই।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যাওপ্যাও


মন্তব্য-
১. খেলার চেয়ে সুস্থরাজনীতি দেশের জন্য বেশী প্রয়োজন।
২. মাশরাফি রাজনীতিতে এসেছে শুনে খুশি হয়েছি। তার জন্য শুভকামনা।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

জহিরবাবরআমির বলেছেন: অন্তরে রেখেছিলাম গেথে, খতবিখ্যত হলেও অন্তর থেকে পেলেদিতে হবে ম্যাশকে?কেন সে নোংরা রাজনীতিতে ঢুকলো!

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

নতুন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যাওপ্যাও


মন্তব্য-
১. খেলার চেয়ে সুস্থরাজনীতি দেশের জন্য বেশী প্রয়োজন।
২. মাশরাফি রাজনীতিতে এসেছে শুনে খুশি হয়েছি। তার জন্য শুভকামনা।

ঠিক বলেছেন।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

সাদা মনের মানুষ বলেছেন: একপেশে বক্তব্য

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: এসব বাদ দিয়ে ছড়া কবিতা লিখুন।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

বাকপ্রবাস বলেছেন: লেখাটা লেখার আগে ও পরে সেটাই মনে হোল। আসলে কোন কিছু ভাবার সময় পাচ্ছিনা, খুব ব্যাস্ত থাকি। রাত ১২টা পর্যন্ত বিজি থাকি

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

সাইন বোর্ড বলেছেন: অামার তো মনে হয় উনার পারসোনালিটিকে ব্যবহার করা হয়েছে ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

বাকপ্রবাস বলেছেন: অবশ্যই

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: এই আমি বলে রাখলাম- আপনি একজন উজ্জ্বল প্রতিভা।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৩

বাকপ্রবাস বলেছেন: কিছু মানুষ আছে যারা কখনো নেগেটিভ ভাবেনা, তাদের মন সবসময় পজেটিভ, তারা সবসময় আলো ছড়ায় এবং আপনি আমার কাছে তেমন একজন মানুষ। আমার শ্রদ্ধা ও ভালবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.