নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইজনে তার টানছে দু'দিক
ডানে আর বায়ে
কোনদিকে যায় কোনদিকে যায়
চলছেনা আর পায়ে।
টানছে উপর টানছে নিচে
টানছে দুই দিক
কোনদিকে যায় কোনদিকে যায়
কোনটা ঠিক বেঠিক।
চাইছে সবাই চাইছে সবাই
নিজের দিকেই টানছে
কোনদিকে যায় কোনদিকে যায়
ঘামছে বিবেক ঘামছে।
নাম, খ্যাতির চুড়ায় চড়ে
অন্ধ বিবেক শেষে
চাই ক্ষমতা তায় মমতা
জোয়ারে যায় ভেসে।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান
২| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: নির্বাচন প্রাক্কালে র কবিতাটি বেশ ভালো লাগলো।
শুভকামনা প্রিয় প্রবাসী ভাইকে।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
নজসু বলেছেন:
কি ব্যাপার প্রিয় ছড়াকার আগে বলেন
আপনার দেখা পাইনা কেন?
ব্লগে কম আসছেন।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
বাকপ্রবাস বলেছেন: আমি সকাল ৭.৩০ থেকে অপিষ করি, আসর এর পর একটা টিউশনি করি, সেটা মাগরিবের পর পর্যন্ত, এশার পর একটা, আর আজকে থেকে রাত ৯.৩০ থেকে একটা শুতরাং আমার একটা মিনিট অন্য কোন ব্যায় করার সময় পাইনা, ব্লগে আসতে না পারার বেদনা থাকে।
৪| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দরইছে
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
বাকপ্রবাস বলেছেন: অ আপু ধন্যবাদ রইল কিন্তু
৫| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
নীল আকাশ বলেছেন: নাম, খ্যাতির চুড়ায় চড়ে
অন্ধ বিবেক শেষে
চাই ক্ষমতা তায় মমতা
জোয়ারে যায় ভেসে।
বর্তমান প্রক্ষাপটের উপর এত দারুন চট করে লেখা একমাত্র আপনাকেই মানায়! খুব ইচ্ছা ছিল এই বিষয়ে কিছু লেখার, এর মধ্যেই দেখি আপনি লিখে ফেলেছেন, দারুন! আপনার লেখার নায়ক কে নিয়ে এখন দেখছি অনেকেই আবেগ ঘন মন্তব্য দিচ্ছেন, কেন দিচ্ছেন বুঝি না.......
এদের সাথে আমি একমত পোষন করতে পারছি না, দু:খিত। উনি রানিং বাসে উঠতে চাচ্ছেন কেন? উনার যদি দেশ সেবার এতই খায়েস থেকে তাহলে পৃথক একটা দল বা একক ভাবে নির্বাচন করুক। নিজের উপর আস্থা নেই কেন? দেশের মানুষের উপর আস্থা নেই কেন? নৌকায় উঠে কেন পাশ করতে হবে? জনগন কে উনি কি বিশ্বাস করতে পারছেন না যে, উনি একক ভাবে দাড়ালে উনাকে ভোট দিয়ে পাশ করিয়ে দেবে.....এত বড় বড় আবেগ মাখানো ডায়ালগ দিয়ে তো ফেসবুক ভরিয়ে ফেলতো? হাজার হাজার লাইক আর শেয়ার হতো, এখন দেখা যাবে গায়ে নৌকার সীল পড়ার পর, জনগন উনাকে কিভাবে দেখে? ভুলে যাবেন না, বর্তমান সরকার কিভাবে নির্বাচন করে জিততে চাচ্ছে........দেশের মানুষ অন্ধ বা বেকুব নয়, যেভাবে মিডিয়া বলে সেটা আসলে দেশের অবস্থা নয়।
ফুটবল মাঠে সবাই তো গোলকীপার ছাড়াই গোল দিতে চায়, এর আর দোষ কি? আর লীগের তো ফ্রি ফ্রি এড হয়ে গেল। Win win for both পার্টি। মাগনা বিলবোর্ড পেলে কে ছাড়ে..........
মাশরাফি তো ২০১৩ সালে গণজাগরণ মঞ্চেও গিয়েছিল, সেদিনতো সবার বোঝা উচিত ছিল মাশরাফির পছন্দের মতাদর্শ কোনটি, প্রত্যেক মানুষের একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে। থাকতেই পারে....। সে রাজনৈতিক পছন্দ থেকেই এখানে দাড়িয়েছে, এটাকে ভূল করার কোন কারন নেই!
তবে তার মতো একজন হিরো টাইপের মানুষের কাছে, হঠাৎ করে বিবেক কে বিসর্জন দিয়ে যারা গনতন্ত্র টুটি চেপে ধরে গন মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তার সাথে সম্পৃক্ত হওয়াটা ঠিক যেন মানাচ্ছে না..... তার কাছ থেকে আরো ভালো কিছু দেশের মানুষ আশা করে, এটাই মনে বড় কষ্ট নিয়ে বলে গেলাম.........তাকে আমি খুবই পছন্দ করি.....।
খুব ব্যস্ত মনে আপনি, আজকাল খুব একটা আপনার সাথে কথা বার্তা হয় না।
ভালো থাকবেন আর শুভ কামনা রইল!
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন: মনের কথাটাই বলেছেন, যারা বলছে ওনি ঠিক পথে আছেন তারা তাকে মিসগাইড করছে, আমরা যারা সমালোচনা করছি তাদেরকে ভাবছে ব্নিপি জামাত এর লোক। কিন্তু মাশরাফিতো আগে পুরো দেশের ছিল, এক ধুলিকনা ওনার সমালোচনা করেনি, প্রয়োজনও ছিলনা, আজকে কেন এতো কথা উঠছে, সেটানি উনি নিজেই তৈরী করে দিলেন। ওনি এতো সম্মান হয়তো চাননা সেটা নিরেজ ব্যাপার, কিন্তু আমাদেরও খারাপ লাগছে, এতো উপর থেকে কেনে নেমে আসলেন।
৬| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবনার সুন্দর প্রকাশ।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন দাদা
৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
সামিয়া বলেছেন: চাই ক্ষমতা তায় মমতা
জোয়ারে যায় ভেসে ।।
ভালো বলেছেন
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
বাকপ্রবাস বলেছেন: হুম, এটাতাইতো দেখছি। খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তবিক ঘটনার আলোকে সুন্দর কবিতা।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৫
বাকপ্রবাস বলেছেন: মামুন ভাই ভালবাসা রইল খুব করে
৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন: বাংলাদেশের নির্বাচন নাকি পেছাইছে?
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৫
বাকপ্রবাস বলেছেন: হুম সেটা দরকার ছিল, তাতে করে কমিশন এর গ্রহণযোগ্যতা বাড়বে
১০| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সাত সাগরের মাঝি ২ বলেছেন: বাস্তব ছড়া.............
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৬
বাকপ্রবাস বলেছেন: সাত সাগরের মাঝি
ধন্যবাদ নেবেন আজই
১১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
ল বলেছেন: নান্দনিক ছড়া।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: ল
ধন্যবাদা নেবেন
হ
১২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
আরোগ্য বলেছেন: হাবিব ভাইকে নির্বাচনকালীন শুভেচ্ছা।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা বয়েস কম তায় ভোটারও হইলামনা
১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: "মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ বিশাল এক আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায়, আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে।"
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৮
বাকপ্রবাস বলেছেন: মিথ্যা ছাড়া জীবন চলেইনা
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
বাকপ্রবাস বলেছেন: থ্যাংকু প্রভাপু
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
আখেনাটেন বলেছেন: নাম, খ্যাতির চুড়ায় চড়ে
অন্ধ বিবেক শেষে
চাই ক্ষমতা তায় মমতা
জোয়ারে যায় ভেসে। -- সুন্দর।