নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচনের ফাঁকা মাঠে
গোলপোষ্টও নাই
বদু কাকা ভেবেই মরে
হবে কী উপায়।
হুদা কাকার মামলা ঝুলে
তারও খেলা চায়
সাত বছরের জেলের ঘানি
নামল চারে তায়।
হুমু কাকার খেলার ধরন
সেতো সবার জানা
কাকার সাথে খেলবে কাকি
কে করেছে মানা।
খেলল সবাই নয়েছয়ে
চৌদ্দ গোল শেষে
কী আনন্দ কী আনন্দ
সারা বাংলাদেশে।
প্রিন্ট মিডিয়া মিষ্টি খেল
ফুটলো আতসবাজী
এমন খেলার গুণগানে
জীবন দিতে রাজি।
প্রগতিশীল গেয়ে দিল
এমনইতো চাই
দেখতে কানা বলতে মানা
ভাগের কলা খাই।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
বাকপ্রবাস বলেছেন: খুুবই ধন্যবাদ নেবেন বড়ভাই
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মনে করুন সামনের নির্বাচনে ঐক্যফ্রন্ট জিতলো, অবস্থার কী পরিবর্তন হবে? মানে, সুস্থ রাজনীতি কী শুরু হবে? মনে তা হয় না...
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
বাকপ্রবাস বলেছেন: একটা সত্য কথা বলি।
প্রথমবার যখন আওয়ামিলীগ নিরঙ্কুশ ক্ষমতা পেল খুশি হয়েছিলাম, ভাবলাম এবার ভাল কাজগুলোর সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে, কারো মুখাপেক্ষি হতে হবেনা।
বর্তমানে বিএনপি অবস্থার চাপে পড়ে গণতান্ত্রিক হতে বাধ্য হবে। ড.কালামদের বিএনপি যে পরিমাণ ছাড় দিয়েছে সেটা দেয়ালে পিঠ ঠেকার কারনে, তাদের আর উপায় নেই। এখন যে কারণেই হোক ভাল চলার যখন ভান ধরেছে তাকে টিকে থাকতে হলে সেই ভালতেই চলতে হবে, না হলে ৫বছরও টিকতে পারবেনা, জনগণ এবার ড.কামালদের দিকে চেয়ে হলেও বিএনপিকে একটা চান্স দেবে বলে মনে হয়। আওয়ামিলীগ এর উন্নয় এর পাশাপাশি দুশাসন আর লুট গুম এর জালায় আর মানুষের বাক স্বাধীনতা হরণের যে মাত্রা তাতে সবাই অতিস্ট, সেটা থেকে উত্তরণে ড.কামালরা একটা বিরাট উপায় এবং এটা আমার কাছে পজেটিভ। বিএনপি একরাতেই শুদ্ধ হবেনা, তবে ড.কামালদের প্রভাবাধীন থাকলে তারা নেগেটিভ থেকে পজেটিভ এর দিকেই যাত্রা কারা সম্ভবনা আছে, বর্তমান সময়টা বিচারে সেই সম্ভবনায় আমি আশাবাদি।
আপনার বা আপনাদেরও নানা যুক্তি থাকবে সেটাকেও আমি সম্মান করি। যেটা হোক, ভালটাই হোক। আওয়ামি আসলে যদি ভাল হয় সেটাই হোক। তবে আমি বর্তমান বিচারে ড.কামালাদের পক্ষে।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
বিদেশে কামলা খাটি বলেছেন:
অসাধারণ।
চমৎকার লিখেছেন ।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
বাকপ্রবাস বলেছেন: হ আমরাতো বিদেশে কামলা খাটি তায় ভোট দিবার পারিনা, ভোটারও হইলামনা, ভোট দিমু কী?
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
হাবিব বলেছেন:
কি কলা ভাই ?
সাগর নাকি সবরি কলা?
একটু দিবেন? খাই!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৯
বাকপ্রবাস বলেছেন: বদু কাকারে জিগান কোন কলা
খুঁজলে তবে দিতেও পারে এক দলা
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বকু কাকা।।। বাহ।
ভালো।।। সুন্দর উপস্থাপন
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মামুন ভাই
আসেন আমরা কলা খাই
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: ২৫ হতে ৫-কে কতবার বিয়োগ করা যাবে?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪০
বাকপ্রবাস বলেছেন: আগে কলা দেন , কলা খাইয়া কমুনে
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
আরোহী আশা বলেছেন: বাহ দারুন
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু আশা
৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর প্রতিউত্তর, ধন্যবাদ।
ড. কামালের কারণে বিএনপি কিছুটা সুবিধা পাবে। বেগম জিয়ার কারণে বাড়তি কিছু সহানুভূতি/ভোট পাবে। সামনের সময়টা ঠিকমত কাজে লাগালে নির্বাচনে যে কোন ফল হতে পারে। তবে সব দলেরই কিছু সমস্যা আছে। কোন ব্যক্তি/দলের কাছে নিজের বিবেককে বন্ধক রাখতে আমার ইচ্ছে হয় না। এতটুকুই চাওয়া নির্বাচনটা সুষ্ঠ হোক।
জনগণই ঠিক করবে ক্ষমতায় কারা আসবে। আমার কাছে দলের চেয়ে দেশ আগে। তাই বরাবরের মতই সরকারের ভালো কাজে সমর্থন করবো, ভুলগুলোর সমালোচনা করবো।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪১
বাকপ্রবাস বলেছেন: সেটাই করা উচিত। ভালর সাথেই থাকা উচিত
১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার কাছে অনেক মজাই লেগেছে। অনেক সুন্দর চমৎকার একটি ছড়া। আপনাকে শুভ কামনা।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল প্রভাপু
১১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪
নজসু বলেছেন:
বদু, হুদা, হুমু
কার কথা কমু?
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: এতো ভাড় লইয়া
বলেন কোথায় যামু
১২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
সনজিত বলেছেন: অনেক সুন্দর হইছে
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
আরোহী আশা বলেছেন: অসাধারন++
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
ল বলেছেন: বরাবরের মতো চমৎকার
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
বাকপ্রবাস বলেছেন: অ স ং খ্য ধ ন্য বা দ ল
১৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রিন্ট মিডিয়া, প্রগতিশীল
গায় গুনগান গায়
তারপরও একটি যদি
তেলপানি সে পায়
ছড়া ভাল হয়েছে, প্লাস+++
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
বাকপ্রবাস বলেছেন: কাজটাই তাদের তেল মারানো
মারতে মারতে তেলতেলে
প্রভূর খায় গুণ গায়
খায় শরবত কদবেলে
১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার ভাগের মোবাইল পেলাম না
এখন কলাও পেলাম না
ধুরর আমার গুলো কে নেয় ।
২৩ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন: ঘরে ঘরে চাকরী পেলেন
চাল পেলেন দশ টাকায়
খাই খাই ভাবটা তবু
চলছে যেন যান চাকায়
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
আখেনাটেন বলেছেন: আপনার ছড়াগুলো চরম।
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
বাকপ্রবাস বলেছেন: পাঠকের ভাল লাগা চরম আনন্দ পাই। আমার প্রায়ই লেখা ফান সূলভ।
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সবই খেলা
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
বাকপ্রবাস বলেছেন: খেলছে সবাই খেলছেতো
দেশকে বেঁচে খাচ্ছেতো
বললে কথা চেচাবে
চৌদ্দ গোষ্ঠী খেচাবে।
রইলাম তাই চুপ
অন্ধকারে ডুব।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২
ওয়াহেদ সবুজ বলেছেন: ব্বাহ!
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সবুজ ভাই
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।