নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তুমি গুম হয়ে যাও
কাঁদবে ঘরের লোকে
আসবে ফিরে কবে আবার
জল শোকাবে শোকে।
মা কাঁদবে আয়রে খোকা
বাবা নেবে খোঁজ
ঘুমের ঘোরে স্ত্রী তার
আৎকে উঠবে রোজ।
সন্তান তার নির্বাক রবে
বলবেনা আর কথা
গুমের খাতায় নাম লেখালে
নিশ্চুপ থাকা'য় প্রথা।
উন্নয়নের মহাসড়ক
এইতো হাতের কাছে
দু'চারটা গুম হতেই পারে
বলার কী'ইবা আছে।
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
বাকপ্রবাস বলেছেন: এটার অন্যতম কারণ হল দুঃশাসন। প্রথম দিকে গুম হতো রাজনীতিবিদরা আর কর্মীরা, এখন সাধারণ জনগণ, কারন দুর্বিত্তদের উপর নির্ভর করা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। এই গুমটাতে কোন রাজনীতি নেই, সাধারণ গুম। কিন্তু গুম ওয়ালারা ক্ষমতার সংস্পর্ষে থাকার দরুণ তারা মনে যা ইচেছ করতে পারছে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
"উন্নয়নের মহাসড়ক
এইতো হাতের কাছে
দু'চারটা গুম হতেই পারে
বলার কী'ইবা আছে।"
আমরা বাঙালি!
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: আমাদের গভীরতা আসলেই কম। আমরা ঠুনকো জাতি
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: আমি যদি গুম হয়ে যাই কখনও তাহলে আমাকে নিয়েও লিখবেন প্লীজ।
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: আশা করি আপনি গুম হবেননা। আমরা চাইনা আমাদের শ্রেষ্ঠ ব্লগার গুম হয়ে যাক।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
চৌধুরী আলম, ইলিয়াস আলীর মত দুষ্টরা গুম হয়ে যাওয়ার পর, মানুষ গুমের বিপক্ষে যায়নি; আবার অনেকে নিজের থেকে গুম হওয়ায়, গুমের ব্যাপারটা গুরুত্ব হারায়েছে; এই ধরণের সমাজে, এই ধরণের রাজনীতিতে গুম, হত্যা নিত্য সংগী হয়ে গেছে।
২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
বাকপ্রবাস বলেছেন: সব মিলিয়ে সময়টা যে অস্থির সেটা যেন স্বীকার করা হয়।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা বেশ ভালো হয়েছে। তবে বিষয় যেহেতু গুম, কাজেই রক্ত শীতল হয়ে গেল বৈকি।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫০
বাকপ্রবাস বলেছেন: হুম, আমিও জ্বরে ভোগে অচল হয়ে পড়ে আছি
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
নীল আকাশ বলেছেন: উন্নয়নের মহাসড়ক
এইতো হাতের কাছে
দু'চারটা গুম হতেই পারে
বলার কী'ইবা আছে।
উন্নয়নের মহাসড়কে কে উঠেছে আর কারা গুম হয়ে যাচ্ছে জনগনই দেখতে পাচ্ছে.......
সম সাময়িক বিষয়ের উপর দারুন লিখেছেন।
শুভ কামনা রইল!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫২
বাকপ্রবাস বলেছেন: ড. কামাল মনে হচ্ছে দারুণ চমক দেখাবে। নতুন প্রজন্ম তাকে চয়েজ করলে সরকারের খবর আছে, তার উপর আওয়ামী প্রবীণ বঞ্চিত নেতাদের তিনি গণফোরামে বাগিয়ে নিচ্ছেন, আওয়ামিলীগের জন্য দারুণ কাটা হয়ে উঠছে
৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
সাইন বোর্ড বলেছেন: গুমের হিসাবও সম্ভবত মানুষ এখন অার রাখেনা, হয়ত এটাতেও অভ্যস্ত হয়ে গেছে সবাই ।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: হুম সয়ে গেছে
৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
আরোগ্য বলেছেন: যে দল যত বেশি গুম করতে পারবে তার সার্থকতা তত বেশি।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: জংলী শাষন আরকি
৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
হাবিব বলেছেন: ডাল যেমন সহজে পেটে চলে যায় মানুষও তেমন................
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: ভালই বলেছেন
১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
করুণাধারা বলেছেন: ভালো!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
১১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুজে পাওয়ার আইডিয়া দিন কিছু....
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫০
বাকপ্রবাস বলেছেন: পাওয়া গেছে, সরকারী কাজকারবার, তাকে সন্দেহ করা হয়েছে সে নাকি নকল ওয়েবসাইট বানিয়ে সবাইকে বিভ্রান্ত করছে।
১২| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২২
ল বলেছেন: পি এইচডি করার কি দরকার?
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: ছড়াটি লেখার সময় রাজনীতি চলে আসবে ভাবিনি, ভাবলাম গুম হয়েছে কোন দুর্বিত্তের দ্বারা, পরে জাবলাম হেফাজতে আছে। স্বস্তি পেলাম।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
নজসু বলেছেন:
কোন মা বাবার চোখে জল না ঝরুক।
প্রিয়জনের দীর্ঘশ্বাস যেন না পরে
গুম আর কারো চোখের ঘুম না কেড়ে নিক
এই কামনা রইল।
প্রিয় ছড়াকারের ছড়া ছন্দ সবসময়্ই আমার পছন্দের।
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
বাকপ্রবাস বলেছেন: অ ন নে ক ধ ন্য বা দ
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: "গুমের খাতায় নাম লেখালে নিশ্চুপ থাকাই প্রথা" - প্রথাটি এখন বাংলাদেশে মোটামুটি সহনীয় হয়ে গেছে, শুধুমাত্র তাদের ছাড়া, যারা এর প্রত্যক্ষ ভুক্তভোগী।
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
বাকপ্রবাস বলেছেন: হুম, গুমটা গা সওয়া হয়ে যাচ্ছে
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি গুম হতে চাই না । তবে এমন অস্থিরতার মধ্যেও থাকতে চাই না ।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বাকপ্রবাস বলেছেন: গুমতো বন্ধ হয়না, কখন কে হয়ে যায় বলা যায়না
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
নজসু বলেছেন:
প্রিয় ছড়াকার।
তাই বলে এভাবে আমাদেরকে বঞ্চিত করছেন।
আপনি কিন্তু আমার ছড়া লেখার প্রেরণা।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
বাকপ্রবাস বলেছেন: রুটি রুজির তাগিদে দারুণ সংগ্রাম করছি, সকাল সাতটা থেকে রাত এগারটা পর্যন্ত কর্ম ব্যস্ততা। তায় এখন ব্লগে সময় দিতে পারিনা, খুব খারাপ লাগে, ব্লগ খুলে রাখি পড়তে না পারলেও, লিখতে না পারারও যন্ত্রণা আছে। অপেক্ষায় আছি কবে কর্মব্যস্ততা কমবে আমিও রিল্যাক্স হবো। ব্লগেও সময় দেব।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: গুম হয়ে যাওয়া এখন একটা সাধারণ জিনিস হয়ে গেছে।।।