| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
(১)
 
 
নেত্রী মারে রিকশাওয়ালা
মারতে বড়ই আরাম
সামনেই আছে নির্বাচন
দুইটা দিন খাড়ান। 
(২)
 
পুলিশ প্রহরায় আইনমন্ত্রী 
ভোট চাইতে যায়
কোন আইনে এই সুবিধা
জাতি জানতে চায়। 
(৩)
 
ফখরুলের গাড়িবহরে হামালায়
বিব্রত সিইসি
লেভেল প্লেইং ফিল্ড দেখে
জনতার ছিঃছিঃছিঃছিঃ। 
৪)
 
মাশরাফিতো খেলছে মাঠে
দারুণ বলের গতি
তার এলাকায় ভাংচুর হলে
কার লাভ কার ক্ষতি?
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০২
বাকপ্রবাস বলেছেন: ঘর থেকে নিশেধ আছে
রাজনীতি নিয়ে লেখার
ঘরে ঘরে কিসের ভয়
সেটাই সময় দেখার
২| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
কবীর বলেছেন: আমি মূখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না এই এদেশের রঙ তামাশা ....
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৩
বাকপ্রবাস বলেছেন: নচিকেতা ছন্দে
চলুক ভাল মন্দে
৩| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫২
শিহাবআহমেদ বলেছেন: এসব ছড়া লিখলে ভায়া পড়বে নামে মামলা
তারচেয়ে ভাই এসব ছেড়ে আপন কর্ম সামলা
সত্য কথা লিখলে এথায় গুজব হয়ে যায়
মিথ্যা কথায় সত্য এখন, মিথ্যে বলা চাই।
ছড়া সাংঘাতিক হইছে। আপনার তালে তালে আমিও কয়েক লাইন মিলেয়ে ফেললাম। 
 ![]()
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৩
বাকপ্রবাস বলেছেন: ঘর থেকে নিশেধ আছে
রাজীতির ছড়া
লেখা যাবেনা লেখা যাবেনা
সময় এখন কড়া
৪| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৩
শাহাদাত নিরব বলেছেন: এটাই নব জাগরনের লেভেল প্লেয়িং মাঠ ।
ছড়া সুন্দর হয়েছে ।
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: সিইসি বলেছে বিব্রত 
গাড়ি বহরে হামলায়
সামনে আরো দিন আছে
কেমন করে সামলায়?
৫| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৭
ঝিগাতলা বলেছেন: অনেক সুন্দর
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৬
বাকপ্রবাস বলেছেন: ঝিগাতলা ঝিগাতলা
ধন্যবাদ রইল বেশ
ডিসেম্বরের মাসটা জুড়ে
নির্বাচনের রেশ
৬| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: ভীষন মজা পেলাম। 
কথাগুলো সত্য।
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৬
বাকপ্রবাস বলেছেন: সত্য কথা বলতে গিয়ে
ভয়ে থাকি আবার
পাকিস্তানের ট্যাগ লাগিয়ে
করবেনাতো সাবার!!!
৭| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: সময়ের চিত্র। বেশ
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৮
বাকপ্রবাস বলেছেন: এমন লেখায় আছে বারন
ভয়ে থাকে ঘরে
লিখবনা বলে লিখি আবার
লিখি আলতো করে
৮| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:১৮
ঢাবিয়ান বলেছেন: ছাত্রলীগের নেতা নেত্রীদের বর্তমান কাজ কারবার দিয়ে বুঝিয়ে দেয়া হচ্ছে নির্বাচনের দিন তারা কি ভুমিকায় অবঅর্তীন হতে যাচ্ছে। কোণ সচেতন মানূষের পক্ষে কি সম্ভব এই পরিস্থিতিতে ভোট দিতে যাওয়া?
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪১
বাকপ্রবাস বলেছেন: ভোট দিতে যেতে হবে, হাওয়া ঘুরে যাচ্ছে, জাষ্ট উপস্থিতি থাকতে হবে। যে দলকেই দিন, ভোটটা নষ্ট করবেননা।
৯| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:২৩
কিরমানী লিটন বলেছেন: ডিসি চামচা ভিসি চামচা
চামচা বিচারপতি
চামচা ঘেরা স্বদেশ এখন
ক্যামনে থাকি সতি ... । 
সময়ের চিত্র তুলে ধরেছেন। সাধুবাদ প্রিয় বাকপ্রবাস ... 
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪২
বাকপ্রবাস বলেছেন: এমন চামচা জাতি দেখেনি আগে
যতই দেখি শিউরে উঠি রাগে
১০| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩১
জাহিদ হাসান বলেছেন: ছন্দের তালে-তালে কি সুন্দর করে খেলে দিলেন !
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: কেউ খেলে মাঠে
আমি নাহয় ব্লগে
জানুক লোকে ক্ষতি নেই
আমি কোন ব্লকে
১১| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৫
চাঁদগাজী বলেছেন: 
মানুষের মাঝে ভোট দেয়া নিয়ে উৎসাহ দেখছেন?
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: মানুষ আতংকে আছে ভোট দিতে পারবে কিনা সে ব্যাপারে। সরকার আর সিইসির সাহায্য ও সহযোগিতা কামনা করি এই ব্যাপারে।
১২| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৫
সুমন আহমদ বলেছেন: নিন্দুকরে পিঠান বন্দুক দিয়া 
আমারে ভাই সন্দুক দিয়া  ![]()
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হাহা
১৩| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২২
পলাশবাবা বলেছেন: যায় যদি যাক প্রান
  হীরকের রাজা ভগবান ।।
 -  Universal
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২৫
বাকপ্রবাস বলেছেন: সবে মিলে চলুন
গাই সেই গান
১৪| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
অসাধারণ।
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৯
বাকপ্রবাস বলেছেন: লেভেল কিন্ত সমান
বিরোধী দল বেশ পাচ্ছে
পারলে একটু কমান
১৫| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
ল বলেছেন: এ যাবৎ কালের সেরা ছড়া।
কপি হবার সম্ভাবনা আছে। 
শুভ কামনা।
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৮
বাকপ্রবাস বলেছেন: সুইটি
তুমি আর মেরো না
তোমার ভারে রিকশার চাকা
আর চলেনা, নারে না .....
সুইটি
গালাগালি দিওনা
গোষ্টি ধইরা কিলাইওনা
যে ষ্টাইলে লাথি মারো
জানে বাচুমনা, নারে না.....
সুইটি
মুরুব্বিরে ধাক্কাইয়োনা
রিকশায় উঠে পাক খাইয়োনা
শুনলাম তুমি নারী নেত্রী
দলের মুখে চুনকালি মাখাইয়োনা, নারে না......
সুইটি
নামটাই সুইট, কামে না
আদব কায়দা পায়লানা
এই বেয়াদব আমগো দেশে
আর খাবেনা, নারে না......
১৬| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:১৭
তানিম৭১৯ বলেছেন: ভোট দিন ভোট দিন
লীগে অথবা দলে
না দিলে কিন্তু আপনারই ভোট
পরবে তলে তলে।
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:০১
বাকপ্রবাস বলেছেন: এমনই শালার ভোট
নিজে না দিলে অন্য দেয়
লুট বাংলা লুট
১৭| 
১২ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথা লিখেছেন।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৩:০৮
বাকপ্রবাস বলেছেন: সামনে আছে শুভ দিন
বাংলাদেশকে ভোট দিন
১৮| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১২:২৯
নীল আকাশ বলেছেন: ভাই, জীবনেও কোন দিন ছড়া লিখিনি। আজকে আপনার এই লেখা পড়ে লিখতে ইচ্ছে করল। পড়ে একটু মতামত দিন কেমন হয়েছে? ভাল লাগলে আবার চেস্টা করব...
বনে তে এক শিয়াল ছিল 
এক চোখ ছিল কানা,
মাঝে মাঝে হুক্কা হুয়া
চোখে পরে শুধু মুরগীর ছানা।
সব খবরই রাখে সে 
কিছুই বাদ যায় না,
দিন বদলের অজুহাতে 
নিজেই চোখ করে রাখে  কানা।
উধাও হয় ব্যাংক আর
উধাও হয় সোনা দানা,
এসব কিছুই চোখে পড়ে না
পড়ে শুধু এতিম খানা।
স্বাধীনতায় কেউ যুদ্ধ করলে 
কিবা যায় আসে কার?
সেই আজিব মেসিনে না ঢুকলে
পছন্দ হয় না তার।
কিছু লোক কে গাল না দিলে 
হয় না পেটের মুরগী হজম,
আজিব মেসিনের শত বদনামে
পায় না কোন লজ্জা শরম।
ইলেকশন তার বড়ই অপছন্দ
বুকে লাগে বড়ই ডর,
না জানি আবার কি হয়ে যায়
সিলেকশন আবার কর।
জনগন আবার কি জিনিস 
বুঝে নাকি কিছু সে,
আমি যা বলিব সেটাই সত্য
গোয়েবলস এর থিওরি যে।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর হয়েছে, কিছুকিছু ক্ষেত্রে ছন্দ একটু ভেঙ্গে গেছে আমি চেষ্টা করেছি আরেকটু গুছিয়ে ভেবে।
বনেতে এক শিয়াল ছিল
চোখটা ছিল কানা
হুক্কাহুয়া স্বরে ডাকে
দেখে মুরগির ছানা।
হাড়ির খবর রাখে শিয়াল
সব খবরই জানা
দিন বদলের সুরে গায়
দিনে রাতে গানা। 
ব্যাংক উধাও, ভল্ট উধাও
উধাও সোনাদানা
এসব কিছুই যায়না দেখা
কেবল এতিম খানা।
আজব এক মেশিন আছে
বগল তলে তার
যার ছোঁয়াতে দেশ প্রেমিক
হয় যে রাজাকার। 
গালাগাল ছাড়া হয়না তার
পেটের ভাতটা হজম
মিথ্যা কথার গাট্টি যেন
নাইযে লজ্বা শরম।
নির্বাচনে অনীহা তার
বাড়ায় মনোডর
সোনার গদি ছাড়ার ভয়ে
উঠল গায়ে জ্বর। 
জনগণে উঠছে ফোঁসে
হিসাব দেবার পালা
ছাড় পাবেনা সমুন্দির পুত
শ্বশুর বাড়ির শালা।
১৯| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  ভোর ৪:২৮
সচেতনহ্যাপী বলেছেন: আমি ৭৩/৭৪য়ের পর ভোট দেই নি।। কিন্তু তা পূর্ন হয়েছে কি না, জানি না।।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১১
বাকপ্রবাস বলেছেন: যদি ভোটার হয়ে থাকেন এইবার দিয়েন। কেন দিবেন সেটার বুঝার জন্য সাংবাদিক শহিদুল আলম এর সাম্প্রতিক মন্তব্যটাই কপি করে দিলাম, বাকিটা নিজ থেকেই বুঝে নিবেন
------------------
বুদ্ধিজীবীরা জোরালো ভূমিকা না রেখে গুটিয়ে যাচ্ছে মন্তব্য করে আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম বলেছেন, বুদ্ধিজীবীদের তো কেনা যায়, তাদের পোষা যায়। যারা পোষা বুদ্ধিজীবী নয়, তাদেরই ভয় পায়।
বুধবার বিবিসি বাংলার সাথে আলাপকালে তিনি একথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় উস্কানি দেয়ার অভিযোগে গ্রেপ্তারের প্রসঙ্গে শহিদুল আলম বলেন, আমি যে কথাগুলো বলেছিলাম, সেগুলো নতুন নয়। ঘরে ঘরে সবাই বলে। প্রকাশ্যে বলে না। আর আমি যা করছি, তা তো অনেককাল ধরেই করছি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, সেখানে আমার ভূমিকাটা হয়তো আরও পরিস্কার হয়ে গেছে। যেহেতু অনেক মানুষ চুপ করে আছে, তখন একটা কন্ঠস্বর অনেক বেশি লাইমলাইটে বা স্পটলাইটে আসে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে অনেক পত্রিকা, অনেক টেলিভিশন, অনেক রেডিও। তা সত্ত্বেও গণমাধ্যম যে ভূমিকা রাখতে পারে না, সেটাই আমার কাছে খুব চিন্তার বিষয়। কিছু কিছু গণমাধ্যম তো নিজেদের একেবারে সরকারের মুখপাত্র হিসেবে দাঁড় করিয়েছে। অনেকে বিভিন্নভাবে সরকার থেকে আরেক ধাপ এগিয়ে সরকারের বুলিকেই সংবাদ হিসেবে প্রকাশ করতে চেষ্টা করছে। এটা একটা ভয়ের বিষয়।
তার মতে, বিশ্ব জুড়েই সাংবাদিকতার জন্য একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।
২০| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:২৬
সৈয়দ ইসলাম বলেছেন: 
ভাবতাছি দেশে যামু, কিন্তু এসব কুকাজ দেখলে সেটা আর সম্ভব হয় না! চিন্তাও হারিয়ে যায় যেন কোথায়! 
যাই হোক। ছড়া ভাল হয়েছে।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: উন্নয়নের গাল গল্প হচ্ছে অথচ দেশের অর্থনীতির বারটা বাজানো হয়ে গেছে,
দেশের ব্যাংকগুলোতে এযাবতকালের সবচেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে। সরকারি সেক্টরে ৩২ শতাংশ, বেসরকারি সেক্টরে ৬.৭ শতাংশ ঋণ শ্রেণিকৃত। পরিস্থিতি ক্রমে আরও খারাপের দিকে যাচ্ছে। প্রতি বছর তার আগের বছরের চেয়ে খারাপ হচ্ছে।
খোন্দকার ইব্রাহিম খালেদ: ব্যাংকার, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক।
২১| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
স্বৈরচারের অস্ত্র ভয়
ভয় দেখিয়ে চায় জয়
বিপ্লবীর অস্ত্র সাহস
সাহসেই হবে লংকা জয়।
রাবনের হাতে শেষ স্বদেশ
৩০ তারিখ তুমিই রাম- 
ভোট দিয়ে বাঁচাও দেশ!
গুম খুন অনাচারে
যদি চাও প্রতিকার
ত্রিশ তারিখ ডেটলাইন
মনে রেখো তোমার।
একটা দিনের কষ্ট তোমার একটা দিনের ঝুকি
সূখ শান্তি জেনো তোমার ভাগ্যে দেবে উঁকি।
যদি করো ভুল, সারা সময় মরবে জ্বলে
গুম খুন আর লুটের তলে তিলে তিলে।
একটাই তোমার ভোট
না দিলে হবে ভাগ্য লুট!
পিলখানা বিডিআর
তুমি কি চাও বিচার
তবে ভোট দাও এবার
দূর হোক স্বৈরচার।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২০
বাকপ্রবাস বলেছেন: সত্য ও সুন্দর এর ছড়া।
আমরা সামরিক স্বৈরাচার দেখেছি কিন্তু সব শাসনকে হার মানিয়েছে কথিত গণতান্ত্রিক স্বৈরচারী শাসন। মানুষ কথা বলতে পারছেনা, চামচারা ডাবল বলছে, সবাই ভয় আর আতংকে থাকে কাকে কোন উদ্দেশ্যে কেন ধরে নিয়ে যাবে তার কোন ব্যখ্যা নেই
২২| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বেশ কিছুদিন দেখিনি-
ফিরেই বাজিমাত।
++++++++++
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: আমি আসলে চরম বিজি দিন কাটাই, সকাল ৭টায় ঘর থেকে বেই, রাত ১১.৩০ এ ঢুকি ঘরে, অনেক পরিশ্রম হয় মানসিক ও শারিরীক, তবুও ব্লগে না আসলে অস্থির লাগে, লিখতে বা পড়তে না পারলেও ব্লগটা খুলে রাখি
২৩| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: ভাই, ছড়াটা ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ। 
এটা আমি শিঘ্রই ব্লগে দিব। তবে উৎসর্গ করব আপনাকে........
ধন্যবাদ।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আর ভালবাসা জানবেন ভাইযান, আমি রাতে খুব বিজি ছিলাম তবুও তাড়াহুড়া করে একটু এডিট করেছি, কারণ আপনি অনেক কষ্ট করে আর আবেগ নিয়ে লিখেছেন, আমি আরেকটু সময় দিতে পারলে আরেকটু গুছাতে পারতাম, তবে প্রবাসে এবং খুব বিজি সময় যাচ্ছে তায় পারিনা, আমার দুইটা ছোট ছোট কন্যা, তাদের সাথেও ইমোতে কন্টাক্ট করা হয়না এই বিজিনেস এর জন্য।
২৪| 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: ভোট না দেওয়াটা একটা নাগরিক অপরাধ।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: অপরাধ হবেনা, অধিকার হবে, না দেয়াটাও একটা অধিকার হওয়া উচিত, তবে এবার যেন দেয় সেটা আমি চাই, কারন না দিলে সেটা অন্য মেরে দেবার আশংকা আছে, বিগত লোকাল নির্বাচন এর আলোকে এবং গত জাতীয় নির্বাচন এর আলোকে ধারণটা পোক্ত। তায় সবাই ভোট দিক, সেটা দে দলেই দিক।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
তারেক ফাহিম বলেছেন: নির্বাচনের গরমে ছড়া দেন আরামে
  

লাইকও দিলুম কিন্তু।