নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সুইটি আপু

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩


সুইটি আপুর তাড়া আছে
চালাও রিকশা জোরে
রিকশাওয়ালার পা চলেনা
কেমনে চাকা ঘুরে।

সুইটি আপুর ওজন ভারি
চেষ্টা চলে তবু
মাজা খিচে পা চলেনা
সহায় হও প্রভূ।

সুইটি আপু রাগলে ভারি
গালাগালি সাথী
চড় থাপ্পড়ে মন ভরেনা
মারল পাছায় লাথি।

বুড়ো চাচা কান্ড দেখে
করল প্রতিবাদ
সুইটি আপু নেত্রী আছেন
জয় বাংলার জাত।

ছাড় পেলনা বুড়ো চাচা
তাকেও দিলেন ঘা
পথচারী জট পাকালো
ভাইরাল হল তা।

কী আর এমন কান্ড হলো
ভীষণ মাতামাতি
ভাবছে সবাই কার কপালে
জুটল এমন হাতি!

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছাড় পেলনা বুড়ো চাচা
তাকেও দিলেন ঘা
পথচারী জট পাকালো
ভাইরাল হল তা।

............................................................................
পুরুষ নির্যাতন আইন চাই

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

বাকপ্রবাস বলেছেন: লেডিস জাতি নাই ফাইট্টা যাইব, তার চাইতে এমন গন্ডারের ঘুষি খাওয়া বেটার

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুইটি আপু তাহলে কেরামতি দেখালেন; হা হা হা ।

পোস্টে লাইক ।

শুভেচ্ছা নিয়েন প্রিয় বাকপ্রবাসভাই।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বাকপ্রবাস বলেছেন: পুরো দস্তুর গন্ডার

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেখুন আপুর কাণ্ড, কেন এত পাষণ্ড?

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বাকপ্রবাস বলেছেন: এখানে ভিডিও শেয়ার কারা যায়না, ভিডিও সমেত ফেবুতে দিয়েছি এটি

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
https://www.facebook.com/RasiulislamNoyon/videos/2380452822028671/?t=1

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: সুইটি আপু নামি সুইট
কাজের বেলায় ত্রাস
এমন সুইটি থাকলে দলে
দলাটা হবেই সন্ত্রাস

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেখুন আপুর কাণ্ড, কত বড় পাষণ্ড

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বাকপ্রবাস বলেছেন: আপু যেমন গায়ে গতর
হাতে পায়ে সেরা
চালায় মুখে চালায় চোখে
সন্ত্রাষেরই প্যারা

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রিকশাচালককে মারধরের ঘটনায় ঢাকা মহানগর উত্তরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকার পদ থেকে সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা মহানগর উত্তরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হারুন ও সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন তালুকদার স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকার পদ থেকে সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করা হয়েছে। তার আচরণে দলের সুনাম নষ্ট হয়েছে। বার বার সংশোধন করার পরও তার আচরণ সংশোধন হয়নি বরং উচ্ছৃঙ্খলতা বেড়েছে। জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো. মকবুল হোসেন তালুকদার সমকালকে বলেন, ১১ ডিসেম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তে সুইটিকে মহিলা সম্পাদিকা ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় এক নারী, এক তরুণ রিকশাচালকের ওপর চড়াও হয়েছেন। তিনি নিজেই ওই রিকশার যাত্রী ছিলেন। রিকশাচালকের প্যাডেলের গতি পছন্দ নয় ওই নারীর। তাই আরও জোরে চালাতে নির্দেশ দেন। কিন্তু রিকশাচালক জানান, এর চেয়ে বেশি জোরে চালাতে পারবেন না। এতেই বিপত্তি চালকের। ক্ষিপ্ত নারী চড়াও হন চালকের ওপর। সবার সামনে রিকশা থেকে নেমে চালকের গায়ে হাতও তোলেন তিনি। আবারো রিকশায় উঠে হাতের ব্যাগ দিয়ে চালককে মারতে উদ্যত হন। ক্ষুব্ধ হয়ে তাকে লাথি ছুঁড়তেও দেখা যায়। অকথ্য ভাষায় গালিগালাজও হয়। ঘটনার ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক পথচারী ওই নারীর আচরণের প্রতিবাদ করছেন। তবে কোনো প্রতিবাদেই নিজের অবস্থান থেকে সরেননি তিনি। এক পর্যায়ে প্রবীণ এক পথচারীর ওপর হামলা চালান ওই নারী।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বাকপ্রবাস বলেছেন: সুইটি
তুমি আর মেরো না
তোমার ভারে রিকশার চাকা
আর চলেনা, নারে না .....
সুইটি
গালাগালি দিওনা
গোষ্টি ধইরা কিলাইওনা
যে ষ্টাইলে লাথি মারো
জানে বাচুমনা, নারে না.....
সুইটি
মুরুব্বিরে ধাক্কাইয়োনা
রিকশায় উঠে পাক খাইয়োনা
শুনলাম তুমি নারী নেত্রী
দলের মুখে চুনকালি মাখাইয়োনা, নারে না......
সুইটি
নামটাই সুইট, কামে না
আদব কায়দা পায়লানা
এই বেয়াদব আমগো দেশে
আর খাবেনা, নারে না......

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সাংঘাতিক!!!

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বাকপ্রবাস বলেছেন: কবিতার মানুষ দুষ্টু ছড়ার জগতে স্বাগতম

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: অসাধারণ লিখনি...

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বাকপ্রবাস বলেছেন: সুইটি
তুমি আর মেরো না
তোমার ভারে রিকশার চাকা
আর চলেনা, নারে না .....
সুইটি
গালাগালি দিওনা
গোষ্টি ধইরা কিলাইওনা
যে ষ্টাইলে লাথি মারো
জানে বাচুমনা, নারে না.....
সুইটি
মুরুব্বিরে ধাক্কাইয়োনা
রিকশায় উঠে পাক খাইয়োনা
শুনলাম তুমি নারী নেত্রী
দলের মুখে চুনকালি মাখাইয়োনা, নারে না......
সুইটি
নামটাই সুইট, কামে না
আদব কায়দা পায়লানা
এই বেয়াদব আমগো দেশে
আর খাবেনা, নারে না......

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নজসু বলেছেন:





পোস্টে লাইক ।




১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বাকপ্রবাস বলেছেন: ফুলটা কারে? আমারে নাকি সুইটিরে হা হা হা

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

নজসু বলেছেন:




ফুলটা আমার প্রিয় ছড়াকারের জন্য।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: সুজন বন্ধু সুজন ভাই
এমন মায়া কোথায় পাই
রইল মনের গহীণ কোনে
সেই ফুলের সৌরভটাই

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নীলপরি বলেছেন: ক্ষমতার প্র্রদর্শন এমনও হয়!
আপনি ভালো লিখেছেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

বাকপ্রবাস বলেছেন: ক্ষমতা যখন দানব হয়ে উঠে তখন এমন টাইপ জীব জানোয়ারদের জন্ম হয়

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

আরোগ্য বলেছেন: খাইসে!
ভয়াবহ দিন আইসে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: রাজনীতি কল্যাণে নৈতিক চরিত্রের চরম অধপতন এর একটা চিত্র

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: মহিলার ভিডিওটা দেখে আমি প্রচন্ড অবাক!
ভয় পেয়েছি আমি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০

বাকপ্রবাস বলেছেন: সমাজের একটা চিত্র, এমন টাইপ কীট পতঙ্গ মাথা চাড়া দিয়ে উঠছে সমাজে, এটা দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে, যেখানে নেই নৈতিকতা, বৃদ্ধদের প্রতি নেই ন্যুনতম শ্রদ্ধা, ক্ষমতা ব্যবহার এরও একটা চিত্র। নিজেকে দানব ভাবা ইত্যাদি উপসর্গগুলো সমাজে মাথা চাড়া উঠেছে, তায় আমাদের এ ব্যাপারে আরো সচেতন হতে হবে।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

মুক্তা নীল বলেছেন: এই মহিলা নারীজাতির কলংক। বেয়াদব মহিলার কোন লাজলজ্জা নেই। উপরওয়ালা মনে হয় ইনাকে দুনিয়াতে পাঠিয়ে সবাইকে বিপদে ফেলেছেন। বিপদজনক পাবলিক!!!!!! বাকু ভাই, পুরুষ রাও কিন্তু রিকশাওয়ালার সাথে খারাপ আচরণ করে এইটা মাথায় রাখিয়েন, ভাইয়ু,,,,,

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

বাকপ্রবাস বলেছেন: হুম খুব গুরুত্বপূর্ণ কথা। পুরুষরাও এমনটা করে থাকেন। এটা একটা সামাজিক চিত্র। সমাজের যেসব উপসর্গ তার কাঠামোকে পোক্ত করে তার ভেতর গলদ ঢুকে যাচ্ছে তার একটা চিত্র এটা। সমাজে যে ধনী গরীব বৈষম্য আছে এবং গরীবরা যা অকারণে শোষণ এর স্বীকার হয় তার একটা চিত্র, একজন নারী রাজনীতির ছায়ায় কিভাবে মারদাঙ্গা গন্ডার হয়ে উঠে এটা তার একটা চিত্র, ছোটদের প্রতি জংগী আক্রমণ এবং বৃদ্ধদের প্রতি অশ্রদ্ধা এটা তারও একটা চিত্র।
সব মিলে আমাদের ভাবতে হবে, আমাদের সমাজটাকে এভাবে পঁচতে দেয়া যায়না, যাবেনা। এখানে নারী পুরুষ ব্যাপার না টেনে পুুরো সমাজটাকে কিভাবে সুস্থ্য ও সুন্দর করা যায় সেটা নিয়ে ভাবার সময় হল।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৭

কাতিআশা বলেছেন: ভিডিও টা দেখেছি...জঘন্য আচরন মহিলার!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪০

বাকপ্রবাস বলেছেন: হুম। মাদার অফ বেয়াদ্দপ

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ংকর সুইটি আপু

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪১

বাকপ্রবাস বলেছেন: বেয়াদ্দপের জননী। শফি হুজুর থেকে পানি পড়া খাওয়াতে হবে, যাতে তেতুল এর তেজটা একটু কমে

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২০

সচেতনহ্যাপী বলেছেন: আমরাও, প্রকারান্তরে এমন না??

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

বাকপ্রবাস বলেছেন: না, আমরা এমন না, কেউ কেউ করে সেটার ধরণ অন্য, কেউ কেউ একটু পয়সা কম দিতে চায় কিংবা রিকশাওয়ালা গরীব বলে তার উপর কতৃত্ব ফলাতে চাই, কিন্তু এটার ধরণটা একটু ভিন্ন। এখানে পরোক্ষভাবে রাজনীতি জড়িত। যারা রাজনীতির ছত্রছায়ায় থাকে তারা এখন মনে করছে পুরো রাষ্ট্রটাই তার কব্জায়, সে যাই করবে তার রাজনীতি তার পেছনেই থাকবে, তায় সে শুধু রিকশাওয়ালা নয় পথচারী বৃদ্ধ লোকটাকেও ধমকাচ্ছে, অন্যান্যদেরও ধমকাচ্ছে। এটা স্বভাবের চাই পাওয়ার এর ব্যবহার বেশী। অবৈধ পাওয়ার আছে বলেই তাদের চরিত্রটা হিংস্র হয়ে যাচ্ছে। আমরা যারা দূর্ব্যবহার করি তারা মন্দ কাজ করি কিন্তু এখানে মন্দের সাথে হিংস্রতাও যুক্ত যেটার রাজনীতির মন্দ প্রভাবের ফল।
তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হয়তো দুদিন বাদে কোন এক নেতার সাথে দিন রাত ট্যুর দিয়ে আবার চলে আসবে স্বপদে। যেই অভিযোগ নারী নেত্রী আগেও করেছিল।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

কামরুননাহার কলি বলেছেন: এমন সুইটি আপুর মতো আরো হাজারো সুইটি ভাইয়ারাও আছে তাদের নিয়ে একটু দেখেন। হাজারের মধ্যে একজন সুইটি আপুকে নিয়ে এতো না ভেবে হাজারের মধ্যে ৯০০ জন সুইটি ভাইয়াকে নিয়ে একটু মাততে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

বাকপ্রবাস বলেছেন: আমি আসলে এটা নারী পুরুষ ভেবে লিখিনি। সুইট ভাইয়াদের তুলনায় সুইটির সংখ্যা অতি নগন্য। আমার সুই ভাইয়াদের নিয়ে লেখা ছড়াও আছে সেগুলো দেখতে পারেন।

১) Click This Link

২) Click This Link

সময় এর আলোচিত রাজনীতি ও সামাজিক বিষয়গুলো নিয়ে লেখা আমার স্বভাব

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

জোছনাস্নাত রাত্রি বলেছেন: লিখাটা সুইট আর জটিল রকম হয়েছে ঠিক সুইটি আপুর মতই :) :D

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭

বাকপ্রবাস বলেছেন: জটিলতো বটেই

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

করুণাধারা বলেছেন: কুৎসিত আপু!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭

বাকপ্রবাস বলেছেন: হুম জঘন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.