নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনিক ছড়া

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩


আল্লাহ বলেন বান্দা হাজির
নির্বাচনের আগে
পাঁচটা বছর কাটায় জীবন
সেকুলারের ভাগে।

মাথায় টুপি পাঞ্জাবি আর
দিলটা করে নরম
দ্বারে দ্বারে ভিক্ষা মাগে
গুটায় লাজ শরম।

এমন সাজ থাকবেনা আর
ভোটের হিসেব শেষে
কোথা হতে ভাঁড় গুলো সব
এলো বাংলাদেশে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: আপান কি আগামী ৩০ তারিখ পর্যন্ত নির্বাচনিক ছড়া লিখেই যাবেন?

হা হা ভাঁড় যত আছে এই আমাদের দেশে.... ভাল বলেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

বাকপ্রবাস বলেছেন: চলমান বিষয় নিয়ে লেখটাই আমার স্বভাব, একটা সুবিধা হল ভাবতে হয়না, য হচ্ছে গুছিয়ে লিখে দিলেই হয়, ভাবতে গেলে সময় লাগে সেটা আমি দিতে পারছিনা। আমি খুব ব্যস্ত থাকি

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

বিজন রয় বলেছেন: আপনি কি আমার চেয়েও ব্যস্ত?

অফিস ছাড়া তো আর কিছু করেন না।
তাহলে?

নাকি ডিউটি ১৬ ঘন্টা!!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

বাকপ্রবাস বলেছেন: ৭.৩০ থেকে ৪.৩০ অপিষ
অপিষ থেকে ডাইরেক্ট স্টুডেন্ট এর বাসায় (টিউশানি, বস এর দুই ছেলে) সেখান থেকে ষ্টুডেন্ট দুইজনকে নিয়ে চলে আসি আমাদের আরেকটা অপিষে, সেখানে পড়াই সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত
তারপর টিউশানি আরেকটা, সেটা পড়ায় রাত ৮.৩০ পর্যন্ত
সেখান থেকে আরেকটা টিউশানি পড়ায় অনেক দূর, পাহাড়ে উঠে আবার নামতে হয় (গাড়ি আছে) সেখানে পড়ায়
ঘরে আসি রাত ১১টার পরে। তারপর গোসল, খাওয়া দাওয়া, খবর শুনা ও দেখা ইত্যাদি।
ফ্যামিলে দেশে, নিজেকেই করতে হয় সবকিছু।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

ব্লু হোয়েল বলেছেন: ধর্মব্যবসায়ীদের আসল পরিচয় ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

বাকপ্রবাস বলেছেন: এরা ধর্ম ব্যাবসায়ী না, তবে ধর্মকে কাজে লাগানোর চেষ্টা

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

ডার্ক ম্যান বলেছেন: আপনার নির্বাচনী এলাকায় কে জিতবে ?? লতিফ নাকি খসরু

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: ৫০/৫০ মনে হয়, সেখানে হিন্দু ভোটার আছে অনেক, সেগুলো আওয়ামিলীগে যাবে, এবার এক্যজোট হওয়াতে গণফোরাম কিছুটা আওয়ামি ভোট কাষ্ট করতে পারবে। এডভোকেট জানে আলম সেখানে গণফোরাম করে, আমি নিজেও গণফোরাম এর ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে চেয়েছিলাম, ওরা চেষ্টা করেছিল ছাত্র রাজনীতি করার কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিও করেনাই, হয়তো খরচ আর সময় কুলিয়ে আসতে না পারা। যাই হোক, সুষ্ঠু নির্বাচন হোক, তারপর যেই আসুক আমি হ্যাপি। আমির খসরু ও যেহেতু অভিজ্ঞ ও পুরোনো রাজনীতিবিদ সেই তুলনায় তিনে এগিয়ে থাকবেন। সুষ্ঠু হলে আমির খসরু আসবে সেটা আন্দাজ করা যায়।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

নজসু বলেছেন:



আমাদের গ্রাম এলাকায় সব বয়সী ভিক্ষুকেরা মাথায় টুপি দিয়ে ভিক্ষা করে। :D

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: টুপিটা তাহলে সুবিধাবাদিদের মার্কা

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: বিনোদন।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

ব্লু হোয়েল বলেছেন: বাকপ্রবাস৥
এরা ধর্ম ব্যাবসায়ী না, তবে ধর্মকে কাজে লাগানোর চেষ্টা । কথাটা ঠিক না ।
সিজোনাল এই ব্যবসায়ীরা ভোট আসলে মাথায় টুপি পরে।
আবার তসবীহ হাতে, মাথায় হিজাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করে ।
এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: ধর্ম ব্যাসায়ী হল যারা মাজার করে সারা বছর পয়সা কামায়, ধর্ম ব্যাবসায়ী হল যারা ধর্মের নামে রাজনীতি করে। এরা ধর্মের নামে রাজনীতি করেনা, ভোট এলে ধর্ম ব্যাবসায়ীদের কাছে টানার জন্য আর ধর্ম প্রবণদের সহানুভূতি পাবার জন্য দুই দিনের টুপি লাগায়, সারা বছর এরা ধর্মের বিপক্ষেই থাকে।

যেসব দল রাজনীতি ফরজ বলে গণতান্ত্রিক রাজনীতি করে আমার নীতিতে তারাও ধর্ম ব্যাবসায়ী, বলবে একটা করবে একটা।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


ড: কামালেরা ভালো থাকার জন্য পুরো জাতিকে পেছনে টেনে রাখার চেষ্টা করছেন

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

বাকপ্রবাস বলেছেন: এবার ড. কামাল পুরোদমে সাপোর্ট দিলাম, তবে মাজারে যাওয়া আর টুপি যদি পরেই থাকে তাহলে সেইটার বিরোধীতা করছি, লোক দেখানো আর ধর্মীয় ভন্ডামি করে ভোট টানার কোন দরকার আছে বলে মনে হয়না, আর ওনার ব্যাক্তিত্বের সাথে সেটা যায়না

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

হাবিব বলেছেন: নির্বাচন কি সুষ্ঠমতো হবে?

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৫

বাকপ্রবাস বলেছেন: আওয়ামিলীগ এর যে প্ল্যান ছিল সেইটা ফেইল মেরেছে, এখন সরকারই চাইবেনা নির্বাচন করতে, তারা নির্বাচনের আগে দাঙ্গা বাধিয়ে ভন্ডুল করে দিতে পারে, কোন মতে না হলে সরকারতো পদত্যাগ করেনাই, সুতরাং বর্তমানটাই কন্টিনিও হবে, জনগণকে রিক্স নিতেই হবে, না হলে ভোট এটা লুট হবে

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

বাকপ্রবাস বলেছেন: তারা যেন পায় প্রাপ্ত তাদের সম্মান
কন্ঠে কন্ঠ মিলে দেশ গড়ার গান

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:


এদের জন্য আজ ধর্ম ব্যবসার একটা উপায় হয়ে দাড়িয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

বাকপ্রবাস বলেছেন: ধর্মের ব্যাপারে আমার মন্তব্য হল রাজনীতিতে আসার দরকার নাই। গণতান্ত্রিক রাজনীতিতে ধর্মীয দল কেবল হিংসা ও হানাহানিটাই আনবে।

আর টুপি পরে ভোট চাওয়াটা নৈতিক অধপতন, টুপি ছাড়াই চাক সেটা গ্রহণযোগ্য

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

আলআমিন১২৩ বলেছেন: ডঃ কামালের টা মানা যায়-কিন্তু বাকের ভাইয়েরটা দেখে মনে হচ্ছে তিনি তার বিশ্বাসের সাথে প্রতারনা করেছেন।অন্যদিকে সাময়িক মুসুল্লীর বেশ ধারন করে ইসলামকেও অপমান করছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

বাকপ্রবাস বলেছেন: ড.কামাল এরটা বড় কিছুুনা, তবুও তার বিশাল ব্যাক্তিত্ব আছে এবং কোন প্রকার চাতুরির আশ্রয় নিলে সেটা চোখে লাগে। আর বাকের ভাইতো অনেক আগেই মানুষের হৃদয় থেকে উঠে গেছেন, তিনি আর সেই বাকের ভাই নেই। দলবাজ হয়ে গেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.