নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লেভেল প্লেয়িং ফিল্ড

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭


নির্বাচনের আগে
একটা প্রশ্ন জাগে
লেভেল প্লেয়িং ফিল্ড বানাতে
লাঠি, গদা লাগে?

ইসি বলল হায়
তা-তো ভাবিনাই
এতো বন্দুক, পিস্তল থাকতে
গদা কেন ভাই।

টিসুম টিসুম টিসুম
মাঠটা খালি হলে
খালি মাঠে গোলের বন্যায়
লেভেল প্লেয়িং বলে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বিশ্ববেহায়াও লজ্জা পায়....তাদের কোন লজ্জা নাই.....
আমার জীবনে এরকম বেলাহাজ দেখি নাই.......

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

বাকপ্রবাস বলেছেন: কালকে ইসির সংবাদ সন্মেল দেখলাম ইউটিউব থেকে, ওদের প্রশ্ন করা হল যারা আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে কী করা হবে, ইসি বলল একটা কমিটি করে দেয়া হয়েছে প্রত্যের জায়গা ভাগ করে, অভিযোগ গুলো তাদের কাছে পাঠানো হবে, তারা সে মোতাবেক ব্যবস্থা নেবে বা সুপারিশ করবে, এবং একটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। নির্বাচনের আছেই বা আর কদিন। ওদের সুপারিশ আসতে আসতে ওদিকে মাঠ ফাঁকা হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলে আর ব্যাবস্থা নেবার কী আছে!!!
গণতন্ত্র আসলেই হাতছাড়া হবার দাঁড়প্রান্তে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষমতায় থাকার এক বিস্ময়কর অভূতপূর্ব নোংরা খেলা দেখছে আমজনতা।
সরকারের সকল যন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে মাঠছাড়া করার এমন ঘৃন্য নোংরামী বাংলায় স্বাধীনতার পর কেউ দেখেছে কি?

দুখ:জনক উদাহরন হয়ে থাকছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

বাকপ্রবাস বলেছেন: সমস্যা হল এমন একটা দলান্ধ রাষ্ট্রীয় দলিয় ব্যবস্থা যে, কেউ কারোটা বিন্দু মাত্র অনুধাবন করেনা, যত নিষ্ঠুরতা এসব এদের গায়ে বিন্দু মাত্র চিন্তার উদ্রেক করেনা। আরো উল্লাস প্রকাশ পায়। গণতন্ত্রে নেই আমরা, আগে ছিল খোলশটা এখন সেটাও নেই

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

হাবিব বলেছেন: কত দিনে হবে?

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: বিরোধী দলকে পিটিয়ে চ্যাপ্টা করে লেভেল সমান করার টার্গেট নির্বাচনের আগেই

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

মাহমুদুর রহমান বলেছেন: মজা পেলাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

বাকপ্রবাস বলেছেন: বিচারা বিরোধী দলের মজা নাই, গনধোলাই, হামলা মামলা চলছে

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমাদের নীতি হচ্ছে খালি মাঠে লেভেল করে গোল দেয়া । আর এটাই লেভেল প্লেয়িং ফিল্ড ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

বাকপ্রবাস বলেছেন: হুম, ওটাই করা হচ্ছে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: ছবিতে সাদা পাঞ্জাবী পড়া উনি কে?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৩

বাকপ্রবাস বলেছেন: মির্জা আব্বাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.